বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ | ১৪ চৈত্র, ১৪৩০ | ১৭ রমজান, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

২ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করলেন নায়িকা রোজিনা


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১ এপ্রিল, ২০২২ ১০:৩১ : অপরাহ্ণ
নায়িকা রোজিনার করে দেওয়া মসজিদ। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

প্রায় দুই কোটি টাকা ব্যয় করে তুরস্কের নকশায় মায়ের নামে মসজিদ নির্মাণ করেছেন আশির দশকের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা।

শৈশবের স্মৃতি বিজড়িত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ‘দশ গম্বুজ খাদিজা জামে মসজিদ’ নামে মসজিদটি নির্মাণ করেছেন তিনি।

টানা দুই বছরে নির্মাণ কাজ শেষ হওয়ার পর আজ শুক্রবার সেখানে জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে দৃষ্টিনন্দন এ মসজিদটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সি, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুল হক খান মামুন, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাবেক মেয়র শেখ মো. নিজাম প্রমুখ।

২ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন মসজিদ করে দিলেন নায়িকা রোজিনা
শুক্রবার মসজিদটির উদ্বোধন করা হয়। ছবি: সংগৃহীত

নায়িকা রোজিনা বলেন, জন্মভূমির কথা আমার সবসময় মনে পড়ে। ব্যস্ততার কারণে গোয়ালন্দে তেমন আসা হয় না। এরপরও আমার সমস্ত অনুভূতিজুড়ে আমার এই জন্মভূমি। সেই অনুভূতি থেকেই বাড়ির সামনে মায়ের নামে মসজিদ নির্মাণ করেছি।

তিনি বলেন, এখানে একটি চক্ষু হাসপাতাল করার চিন্তা আছে। সবার সহযোগিতা পেলে সেটির কাজ শুরু করবো।

১৯৭৭ সালে ‘আয়না’ ছবিতে ছোট একটি চরিত্রে শায়লা নাম নিয়ে প্রথম দর্শকের সামনে আসেন রোজিনা।

এরপর ‘রাজমহল’ ছবিতে নায়িকা হিসেবে তার অভিষেক হয়। ছবিটি ১৯৭৮ সালে মুক্তি পায়।

ছবিটি সে সময় সুপার ডুপার হিট করায় রোজিনাকে আর ফিরে তাকাতে হয়নি। পুরো আশির দশকে রোজিনা ছিলেন ঢালিউডের চাহিদা সম্পন্ন নায়িকা।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর