শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ | ৭ বৈশাখ, ১৪৩১ | ১০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতায় এখনো প্রতিবন্ধকতা: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৯ মার্চ, ২০২২ ৫:৩৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বাংলাদেশে ২০২১ সালেও মত প্রকাশের স্বাধীনতা খর্ব হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কঠোর আইনের মাধ্যমে মত প্রকাশ নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানানো হয়।

গতকাল সোমবার অ্যামনেস্টির ‘দ্য স্টেট অব দ্য ওয়ার্ল্ডস হিউম্যান রাইটস’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে অ্যামিনেস্টির উদ্বেগ এবং সরকার ও অন্যান্যদের জন্য সুপারিশও জানানো হয়।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অ্যামনেস্টি জানায়, কর্তৃপক্ষ গুম, বেআইনি আটক, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে।

বিরোধী রাজনৈতিক দল এবং শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত বল প্রয়োগ করে দমন করা হয়েছে।

অন্যদিকে ভূমি দখল ও বন উজারের কারণে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মানুষেরা তাদের সম্পদ হারানোর শঙ্কায় ছিলেন এবং ধর্মীয় সংখ্যালঘু এবং শরণার্থীরা সহিংস হামলার শিকার হয়েছেন।

প্রতিবেদনে ডিজিটাল সিকিউরিটি আইনের কথাও উল্লেখ করা হয়েছে। এই আইনের আওতায় ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর