শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

সিলেট জেলা বিএনপির নতুন সভাপতি কাইয়ুম, সম্পাদক ইমরান


প্রতিনিধি, সিলেট প্রকাশের সময় :২৯ মার্চ, ২০২২ ৬:৪১ : অপরাহ্ণ
সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী
Rajnitisangbad Facebook Page

সিলেট জেলা বিএনপির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরী। সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী।

আজ মঙ্গলবার সিলেট জেলা বিএনপির সম্মেলনে তারা নির্বাচিত হন।

নগরের রেজিস্ট্রারি মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলার আওতাধীন ১৩ উপজেলা ও ৪ পৌরসভার ১ হাজার ৭২৬ জন কাউন্সিলরের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।

দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। গণনা শেষে সন্ধ্যা ৬টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

ভোটের ফলাফলে আবদুল কাইয়ুম চৌধুরী ৮৬৮ ভোট পেয়ে সভাপতি এবং ৭৯৮ ভোট পেয়ে এমরান আহমদ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. শামীম আহমদ ৬২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আগামী দুই বছর তাদের নেতৃত্বেই থাকবে সিলেট জেলা বিএনপি।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা অ্যাডভোকেট আব্দুল গফফার গণমাধ্যমকে জানান, কাউন্সিলে ৮৬৮ ভোট পেয়ে সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী, ৭৯৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও ৬২৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে মো. শামিম আহমদ বিজয়ী হয়েছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি কাউন্সিলের মাধ্যমে আবুল কাহের শামীমকে সভাপতি ও আলী আহমদকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছিলো।

২০১৯ সালের ৩ অক্টোবর কেন্দ্রীয় কমিটি পুরাতন কমিটি ভেঙে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করে। এ কমিটিতে আহ্বায়ক করা হয় কামরুল হুদা জায়গীরদারকে।

প্রায় ২ বছর ৩ মাস দায়িত্ব পালন শেষে সম্মেলনের আয়োজন করলো আহবায়ক কমিটি।

আঞ্চলিক রাজনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর