মঙ্গলবার, ৭ মে, ২০২৪ | ২৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা স্বাস্থ্য

নাপা সিরাপে ক্ষতিকর কিছু নেই, জানালো ঔষধ প্রশাসন


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৪ মার্চ, ২০২২ ৫:২১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অস্বাভাবিক মৃত্যু হওয়া দুই শিশুকে যে নাপা সিরাপ খাওয়ানো হয়েছে, সেই ব্যাচের সিরাপে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

দুই শিশু কেন কী কারণে মারা গেছে, তা ভিসেরা রিপোর্ট পেলে বলা যাবে বলে জানিয়েছে ঔষধ প্রশাসন।

আজ সোমবার রাজধানীর মহাখালীতে অধিদপ্তরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ।

মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ বলেন, আশুগঞ্জের যে দোকান থেকে কেনা ওষুধ সেবনের পর শিশু দুটি মারা গেছে, সেই দোকান থেকে আটটি বোতল জব্দ করা হয়। এছাড়া আরও দুটি ব্যাচের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষায় ওই তিনটি ব্যাচের নাপা সিরাপে ক্ষতিকর কোনো উপাদান পাওয়া যায়নি। ৩টা নমুনা পরীক্ষা করে জানা যায়, ওষুধ মানসম্মত। এর মধ্যে কোন সমস্যা নেই।

মারা যাওয়া শিশুদের ক্ষেত্রে ব্যবহৃত ওষুধটি নকল ছিল কি না? এমন প্রশ্নে ঔষধ প্রশাসনের মহাপরিচালক বলেন, দুই শিশু মারা যাওয়ার পর ব্যবহৃত ওষুধটি পুলিশের সিআইডিতে চলে গেছে। সেখানে ফরেনসিক ল্যাবে পরীক্ষা-নিরীক্ষার পর প্রতিবেদন এলে জানা যাবে শিশুদের মৃত্যুর পেছনে ওই সিরাপের কোনো ভূমিকা ছিল কি না।

আরও পড়ুন: দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ খেলে যেসব সমস্যায় পড়তে পারেন

উল্লেখ্য, গত ১০ মার্চ রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে ইয়াছিন খান (৭) ও মোরসালিন খান (৫) নামের দুই শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে।

এই দুই শিশুর মা লিমা বেগম জানান, নাপা খাওয়ার পর তার দুই ছেলের মৃত্যু হয়েছে।

এ নিয়ে সর্বত্র ব্যাপক আলোচনা শুরু হয়। সিরাপ বিক্রিকারী দোকানটির বৈধ কোনো কাগজপত্র ও তাপমাত্রা সহনীয় ব্যবস্থা ছিল না।

ঘটনার পর থেকে ওধুধ দোকানি গা ঢাকা দিয়েছে।

আরও পড়ুন:

মসজিদের দানবাক্সে মিললো ৩ কোটি ৭৮ লাখ টাকার বেশি

বিশ্বজয় করেছে বাংলাদেশি ১৩ বছরের শিশু সালেহ

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর