মঙ্গলবার, ৭ মে, ২০২৪ | ২৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

বিশ্বজয় করেছে বাংলাদেশি ১৩ বছরের শিশু সালেহ


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১২ মার্চ, ২০২২ ১২:১৫ : অপরাহ্ণ
হাফেজ সালেহ আহমাদ তাকরীম
Rajnitisangbad Facebook Page

ইরানের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে ১৩ বছর বয়সী বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরীম।

ইরানের রাজধানী তেহরানের আন্দিশাহ (আল-ফিকির) হলে গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় হাফেজ সালেহ আহমাদ তাকরীম সারাবিশের প্রতিযোগীদের হারিয়ে প্রথম স্থান অর্জন করেন।

হাফেজ সালেহ আহমাদ রাজধানীর মিরপুরে অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামি ঢাকার শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে।

সালেহর বাবা হাফেজ আবদুর রহমান একটি মাদ্রাসার শিক্ষক। তার মা গৃহিণী।

৩৮তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা গত ৫ মার্চ জমকালো আয়োজনের মধ্য দিয়ে তা শেষ হয়।

সমাপনী অনুষ্ঠানে ইরানের সংস্কৃতিমন্ত্রী মুহাম্মাদ মাহদি ইসমাইলি, শিক্ষামন্ত্রী ইউসুফ নুরি ও ইসলামিক দাওয়া সেন্টারের প্রধান সৈয়দ মাহদি খামুশিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর