বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা স্বাস্থ্য

একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু আরও বাড়লো


নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :৪ মার্চ, ২০২২ ৪:২৪ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ৬ জনের মৃত্যু হয়েছে।

এ সময় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬০৪ জন।

এ পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৬৪ জনে।

আর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৬ হাজার ৩৬৯ জনে।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দেশে করোনায় ৫ জনের মৃত্যু হয়। এ সময় করোনা শনাক্ত হয় ৬৫৭ জনের।

আরও পড়ুন:

পাকিস্তানে মসজিদে জুমার নমাজের সময় আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ৩০

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৮৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষার তুলনায় শনাক্তের হার শনাক্তের হার ৩ দশমিক ২০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ৩ জন, চট্টগ্রামের ২ জন ও সিলেটের ১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৪০৩ জন।

এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৩৫ হাজার ৯৮০ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন:

আবার বাড়লো এলপি গ্যাস সিলিন্ডারের দাম, ১২ কেজি ১৩৯১ টাকা

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড, ভরি ৭৮ হাজার টাকা

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর