শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বাণিজ্য

আবার বাড়লো এলপি গ্যাস সিলিন্ডারের দাম, ১২ কেজি ১৩৯১ টাকা


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩ মার্চ, ২০২২ ১:৩১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দেশে রান্নার কাজে ব্যবহৃত তরল পেট্রোলিয়াম (এলপি) গ্যাস সিলিন্ডারের দাম আবারও বাড়িয়েছে সরকার।

১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১৫১ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

যা ফেব্রুয়ারি মাসে ১ হাজার ২৪০ টাকা ছিল। এ ছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬৪ টাকা ৭৮ পয়সা, যা আগে ছিল ৫৭ টাকা ৮১ পয়সা।

আজ বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল এই নতুন দাম ঘোষণা করেন।

আজ সন্ধ্যা ৬টা থেকে বর্ধিত দাম কার্যকর হবে বলে জানানো হয়।

আরও পড়ুন:

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড, ভরি ৭৮ হাজার টাকা

যেসব পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া

তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ঘোষণা অনুযায়ী, মোটরগাড়ির জন্য অটোগ্যাসের দামও বর্তমানে মূসকসহ প্রতি লিটার ৫৭ দশমিক ৮১ টাকা থেকে বাড়িয়ে ৬৪ দশমিক ৭৮ টাকা করা হয়েছে।

বিইআরসি চেয়ারম্যান বলেন, ভোক্তাপর্যায়ে এলপিজির দাম বাংলাদেশে ভারত ও পাকিস্তানের তুলনায় অনেক কম।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরমকো কম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির নতুন দর ঘোষণা করে আসছে বিইআরসি। গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল বিইআরসি। তারপর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

আরও পড়ুন:

ইউক্রেনে আটকে থাকা বাংলাদেশি জাহাজে রকেট হামলা, নাবিক নিহত

রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে নিন্দা প্রস্তাব, ভোট দেয়নি বাংলাদেশ

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর