শনিবার, ১১ মে, ২০২৪ | ২৮ বৈশাখ, ১৪৩১ | ২ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

পাকিস্তানে মসজিদে জুমার নমাজের সময় আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ৩০


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৪ মার্চ, ২০২২ ৪:০৭ : অপরাহ্ণ
পাকিস্তানে মসজিদে নমাজের সময় আত্মঘাতী বিস্ফোরণ। ছবি: ডন
Rajnitisangbad Facebook Page

মসজিদে তখন জুমার নামাজ পড়ছিলেন শতাধিক মানুষ। তখনই আত্মঘাতী শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহত হলেন অন্তত ৩০ জন মুসল্লি।

এসময় আহত হয়েছেন আরও অর্ধশত মুসল্লি।

আজ শুক্রবার পাকিস্তানের পেশোয়ারের পুরাতন শহরে শিয়া সম্প্রদায়ের কুচা রিসালদার মসজিদে জুমার নামাজের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

পেশোয়ারের পুলিশ প্রধান মুহাম্মদ ইজাজ খান বলেন, মসজিদে প্রবেশের চেষ্টা করে দুজন হামলাকারী। এসময় তারা নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। এ ঘটনায় একজন পুলিশ সদস্য নিহত হয়। আরেকজন গুরুতর আহত হয়েছেন। ওই হামলার পরই মসজিদে বিস্ফোরণ ঘটানো হয়।

শায়ান হায়দার নামে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মসজিদের ঢোকার সময় প্রচণ্ড বিস্ফোরণে রাস্তায় ছিটকে পড়েন তিনি। চোখ খুলে দেখি, চারদিকে কেবল লাশ আর লাশ।

আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় লেডি রিডিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম বলেন, আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতুর সংখ্যা আরও বাড়তে পারে।

এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

খাইবার পাখতুনওয়ার রাজধানী পেশোয়ারের ওই এলাকায় বেশ কয়েকটি বাজার রয়েছে এবং সাধারণত জুমার নামাজের সময় জমজমাট থাকে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সূত্র: দ্য ডন

আরও পড়ুন: হামলার পর ইউক্রেনের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দখল নিলো রাশিয়া

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর