বুধবার, ১ মে, ২০২৪ | ১৮ বৈশাখ, ১৪৩১ | ২১ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা শিক্ষা

পা দিয়ে লিখে জিপিএ-৫ পেলেন নুরা


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৩ ফেব্রুয়ারি, ২০২২ ২:৩৯ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষাতেও জিপি-৫ পেয়েছেন তামান্না আক্তার নুরা।

এর আগেও এসএসসি, জেএসসি ও পিইসিতে জিপিএ-৫ পেয়েছিলেন তিনি।

নুরা যশোর শিক্ষা বোর্ডের অধীনে বাঁকড়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন।

তামান্নার গ্রামের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামে।

অদম্য মেধাবী তামান্নার এক পা-ই সম্বল। জন্ম থেকেই তার দুটি হাত ও একটি পা নেই।

জীবনযুদ্ধে জয়ী হওয়ার লক্ষ্যে নানান প্রতিবন্ধকতা জয় করে সর্বোচ্চ ফলাফল অর্জন করেছেন তামান্না।

তামান্নার বাবার নাম রওশন আলী। ময়ের নাম খাদিজা পারভীন শিল্পী।

বাবা স্থানীয় ছোট পোদাউলিয়া দাখিল মাদ্রাসার বিএসসির শিক্ষক। মা গৃহিণী। তিন সন্তানের মধ্যে তামান্না সবার বড়।

উল্লেখ্য, আজ রোববার ঘোষিত ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে মোট পাস করেছে ৯৫ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী।

৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে এবার পাস করেছে ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন শিক্ষার্থী।

এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী।

আরও পড়ুন:

ছেলে-নাতনির সঙ্গে আলিম পাশ করলেন ৫০ বছর বয়সী সিরাজুল ইসলাম

জিপিএ-৫ এর মহোৎসব: শীর্ষে ঢাকা, পিছিয়ে সিলেট

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাশের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ

আলিমে পাসের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ, বেড়েছে জিপিএ-৫

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল যেভাবে জানা যাবে

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর