বুধবার, ১ মে, ২০২৪ | ১৮ বৈশাখ, ১৪৩১ | ২১ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা শিক্ষা

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাশের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৩ ফেব্রুয়ারি, ২০২২ ১২:১২ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

২০২১ সালের এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা (বিএম) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

এতে মোট পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।

এর মধ্যে এইচএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

আর নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে সার্বিক পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।

জানা গেছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নেয় ১১ লাখ ১৫ হাজার ৭০৫ জন। এর মধ্যে পাস করেছে ১০ লাখ ৬৬ হাজার ২৪২ জন। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭৮ হাজার ৫২২ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৬ হাজার ৫৭৯ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ১ হাজার ৭৬৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮৭২ জন।

আজ রোববার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ফলাফল ঘোষণা করা হয়।

আরও পড়ুন: জিপিএ-৫ এর মহোৎসব: শীর্ষে ঢাকা, পিছিয়ে সিলেট

এ পর্যন্ত পাওয়া ফলাফলে জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডে পাশের হার ৯৬ দশমিক ২০। জিপিএ-৫ পেয়েছেন ৫৯ হাজার ২৯৯ জন শিক্ষার্থী।

রাজশাহী বোর্ডের পাসের হার ৯৭ দশমিক ২৯; জিপিএ-৫ পেয়েছেন ৩২ হাজার ৮০০ শিক্ষার্থী।

যশোর বোর্ডের পাসের হার ৯৮ দশমিক ১১; জিপিএ-৫ পেয়েছেন ২০ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী।

দিনাজপুর বোর্ডের পাসের হার ৯২ দশমিক ৪৩; জিপিএ-৫ পেয়েছেন ১৫ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী।

কুমিল্লা বোর্ডের পাসের হার ৯৭ দশমিক ৪৯; জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ১৫৩ জন শিক্ষার্থী।

চট্টগ্রাম বোর্ডের পাসের হার ৮৯ দশমিক ৩৯; জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৭২০ জন শিক্ষার্থী।

সিলেট বোর্ডের পাসের হার ৯৪ দশমিক ৮০; জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৭৩১ জন শিক্ষার্থী।

বরিশাল বোর্ডের পাসের হার ৯৫ দশমিক ৭৬; জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৯৭১ জন শিক্ষার্থী।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পাসের হার ৯৫ দশমিক ৭১; জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৬৮৭ জন শিক্ষার্থী।

এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন সব শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা।

শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে ফলাফল জানতে পারবেন। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে।

২০২১ সালের ২ ডিসেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন পরীক্ষার্থী অংশ নেন।

আরও পড়ুন:

আলিমে পাসের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ, বেড়েছে জিপিএ-৫

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল যেভাবে জানা যাবে

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর