শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ | ৭ বৈশাখ, ১৪৩১ | ১০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা রাজধানী

আবাসিক হল বন্ধের নোটিস, উত্তপ্ত ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৬ জানুয়ারি, ২০২২ ৫:২১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

আবাসিক হল বন্ধের ঘোষণাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ক্যাম্পাস।

মাদ্রাসা কর্তৃপক্ষ সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দিয়েছেন।

এ ঘোষণার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিক্ষোভ করছেন মাদ্রাসার শিক্ষার্থীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা সেখানে অবস্থান করছে।

এর আগে গতকাল বুধবার হঠাৎ মাদ্রাসার আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হলে তারা আন্দোলন শুরু করেন।

হল ছাড়ার নির্দেশনায় বলা হয়, সরকারি কাজে বাধা প্রদান, অধ্যক্ষসহ শিক্ষকদের অবরুদ্ধ করা, ক্যাম্পাসে সহিংস পরিস্থিতি সৃষ্টি করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কায় সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা-এর হল কমিটি ও স্টাফ কাউন্সিলের সর্বসম্মতিক্রমে আল্লামা কাশগরী (রহ) হল ও ইব্রাহীম হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।

পরে বৃহস্পতিবার বিকেলের মধ্যে হলে অবস্থানরত শিক্ষার্থীদেরকে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়।

বিকেল সাড়ে ৩টার দিকে আন্দোলনস্থলে এসে হল সুপার মো. জাহাঙ্গীর আলম ও মাদ্রাসা প্রশাসন শিক্ষার্থীদের হল ছাড়ার ঘোষণা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

শিক্ষার্থীরা জানান, বর্তমানে এ মাদ্রাসায় কয়েক হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে।

অথচ একটি বিশ্ববিদ্যালয়ের সমমান শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ার পরও শিক্ষার্থীদের জন্য একটিমাত্র জরাজীর্ণ আবাসিক হল রয়েছে, যা মাত্র ৩৫০ জন শিক্ষার্থীর জন্য যথেষ্ট।

এছাড়াও শরীরচর্চা কেন্দ্র, আধুনিক পাঠাগার, ছাত্র সংসদ কক্ষ, শিক্ষার্থীদের পাঠকক্ষ পর্যন্ত নেই।

এমন জরাজীর্ণ অবস্থায় নিজ ক্যাম্পাসের উন্নয়ন না করে অন্য একটি প্রতিষ্ঠানের ভবন নির্মাণ করার ঘটনায় আমরা উদ্বিগ্ন।

ঢাকা সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ প্রফেসর আলমগীর রহমান বলেন, গত বছরের সেপ্টেম্বর মাসে শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রী মহোদয় আমাদের ক্যাম্পাসে এসেছিলেন। তারা সব পর্যালোচনা করে একটি পুরনো ভবন ভেঙে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নতুন ভবন তৈরির নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী সরকার কাজ করছে। এ কাজ শুরু হতেই শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। আমরা শিক্ষার্থীদের সাথে দফায় দফায় আলোচনা করেছি। সরকারি প্রতিষ্ঠানে সরকারি নতুন ভবন করার সিদ্ধান্ত নিয়েছেন। এখন শিক্ষার্থীরা এর বিরোধিতা করছেন।

আরও পড়ুন: মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯৩.২২ শতাংশ, জিপিএ-৫ বেড়েছে দ্বিগুন

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর