শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ | ৬ বৈশাখ, ১৪৩১ | ৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা রাজধানী

বর্ষবরণ: ফানুসে রাজধানীর বিভিন্ন স্থানে আগুন


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১ জানুয়ারি, ২০২২ ৯:২৩ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ইংরেজি নববর্ষ উদযাপনে ফানুস ওড়াতে গিয়ে রাজধানীর অন্তত ১০টি স্থানে আগুনের ঘটনা ঘটেছে।

শুক্রবার রাতে এ ঘটনাগুলো ঘটে।

তবে কোনো আগুনই ভয়াবহ ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুনে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান জানান, রাজধানীর তেজগাঁও, যাত্রাবাড়ী, ধানমন্ডি, রায়েরবাগ, মিরপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, ডেমরা, সূত্রাপুর, লালবাগ ও কেরানীগঞ্জে বাসার ছাদ ও সড়কের তারে আগুনের সংবাদ পাওয়া গেছে।

তিনি বলেন, নববর্ষ বরণে বিভিন্ন এলাকায় ছাদ থেকে ফানুস ওড়ানো হয়েছিল। সেগুলো বিভিন্ন জায়গায় পড়ে আগুন লেগে যায়। তবে কোনো আগুনই ভয়াবহ ছিল না। স্থানীয় লোকজন এসব আগুন নিয়ন্ত্রণে আনে।

অআরও পড়ুন: বাণিজ্য মেলা ঘিরে ফ্ল্যাট বাণিজ্য, ৫ হাজার টাকার ভাড়া এখন ৪০ হাজার!

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর