বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ | ১৪ চৈত্র, ১৪৩০ | ১৭ রমজান, ১৪৪৫

মূলপাতা বাণিজ্য

বাণিজ্য মেলা ঘিরে ফ্ল্যাট বাণিজ্য, ৫ হাজার টাকার ভাড়া এখন ৪০ হাজার!


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩০ ডিসেম্বর, ২০২১ ৮:০৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

রাজধানীর পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে ঘিরে আশেপাশের এলাকায় ফ্ল্যাট বাণিজ্য জমে উঠেছে।

মেলা উপলক্ষে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীরা থাকার জন্য আশেপাশেই ফ্ল্যাট ও বাসা ভাড়া নিচ্ছেন।

তাই সুযোগ বুঝে ফ্ল্যাট ও বাসার ভাড়া ৭ থেকে ৮ গুণ বাড়িয়েছেন ফ্ল্যাট ও বাড়ির মালিকরা।

তিন রুমের টাইলস করা ফ্ল্যাট প্যাকেজে ৩৫-৪০ হাজার টাকায় ভাড়া দেওয়া হচ্ছে।

অথচ আগে এসব ফ্ল্যাটের ভাড়া ছিল ৫ থেকে ৭ হাজার টাকা।

২০২২ সালের ১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

প্রতি বছরের মতো চিরচেনা আগারগাঁওয়ের বদলে এবার রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) অনুষ্ঠিত হবে বাণিজ্য মেলা।

জানা গেছে, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীদের কাছে ৫ হাজার টাকা ভাড়ার ফ্ল্যাট ৩৫ হাজার থেকে ৪০ হাজার টাকায় ভাড়া দিচ্ছেন ফ্ল্যাট ও ভবন মালিকরা।

এসব ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীরা জানান, এ বছর রাজধানী থেকে কিছুটা দূরে মেলা হওয়ায় প্রতিদিন যাতায়াত করা সম্ভব নয়।

তাই মেলার আশেপাশেই থাকার ব্যবস্থা করছেন দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা।

আর এ সুযোগে আকাশচুম্বী ভাড়া হেঁকে বসেছেন ফ্ল্যাট মালিকরা।

আরও পড়ুন: বাজারে এসেছে করোনা চিকিৎসার ট্যাবলেট ‘বেক্সোভিড’, দাম পড়বে যত

তবে শুধু স্টল মালিক ও কর্মচারীরাই নয়, মেলা উপলক্ষে নির্মাণাধীন স্টল ও সড়ক এবং পূর্বাচল এলাকার নির্মাণাধীন সড়কে কর্মরত ব্যক্তিরাও পূর্বাচলের আশেপাশের এলাকায় ভাড়া থাকছেন।

দূরত্ব ও ফ্ল্যাটের চাহিদা বাড়ায় থাকার জন্য বেশি টাকা দিয়েও ভাড়া নিচ্ছেন সবাই।

তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে বাণিজ্য মেলা উপলক্ষে এ বছরেই প্রথম বাংলাদেশে এসেছেন ব্যবসায়ী জামায়া জমু।

মেলায় সিরামিক, মেলামাইন, গ্লাস ও লাইটের স্টল দেবেন তিনি। বর্তমানে স্টলের কাজ করছেন।

আরও পড়ুন: নতুন ঠিকানায় ১ জানুয়ারি শুরু হচ্ছে বাণিজ্য মেলা

গণমাধ্যমকে তিনি জানান, স্টলের নির্মাণ কাজ দেখভালের জন্য মেলার পাশেই কয়েকগুন বেশি টাকায় বাসা ভাড়া নিয়েছেন তিনি।

তিনি আরও জানান, তার মতো আরও অনেক ব্যবসায়ী ও কর্মীরা মেলার আশেপাশে জরুরিভিত্তিতে বাসা ভাড়া নিচ্ছেন।

ফলে এসব এলাকায় ভাড়াও বেড়েছে কয়েকগুন।

খোঁজ নিয়ে জানা গেছে, মেলা উপলক্ষে ফ্ল্যাটের ভাড়ার ওপর প্যাকেজ চলছে। তিন রুমের টাইলস করা ফ্ল্যাট প্যাকেজে ৪০-৪৫ হাজার টাকায় ভাড়া দেওয়া হচ্ছে। আগে এসব ফ্ল্যাটের ভাড়া ৫ হাজার থেকে ৭ হাজার টাকা ছিল। অনেক বাসাতেই গ্যাস না থাকলে ভাড়াটিয়াদেরই সিলিন্ডার কিনে নিতে হচ্ছে।

আব্দুল্লাহ মিয়া নামে স্থানীয় ফ্ল্যাট মালিক জানান, মেলা উপলক্ষে তার দুটি ফ্ল্যাটের একটি ইতোমধ্যে ভাড়া দিয়েছেন। কেউ ১ তারিখ থেকে মেলার শেষদিন পর্যন্ত ভাড়া নিয়েছেন, আবার কেউ মেলার উদ্বোধনের দুই-একদিন পর পর্যন্ত ভাড়া নিয়েছেন।

আরও পড়ুন: চালু হলো ঢাকা নগর পরিবহন, যত টাকা ভাড়া

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর