মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ | ১৭ বৈশাখ, ১৪৩১ | ২০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা স্বাস্থ্য

১ জানুয়ারি থেকে ওয়ার্ড পর্যায়ে আবার করোনা টিকা দেয়া শুরু


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩০ ডিসেম্বর, ২০২১ ৫:০৪ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

আগামী ১ জানুয়ারি থেকে ওয়ার্ড পর্যায়ে করোনা টিকা দেয়া শুরু হবে।

৩ কোটি ৩২ লাখ মানুষকে এই টিকা দেয়া হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে একটি অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, লক্ষ্য পূরণ করতে বুস্টার ডোজসহ মোট ২৮ কোটি টিকার প্রয়োজন হবে। সরকার ৩১ কোটি টিকার ব্যবস্থা করেছে। কাজেই লক্ষ্যমাত্রা পূরণ করেও হাতে আরও ৩ কোটি থাকবে।

জাহিদ মালেক বলেন, ইতোমধ্যে আমরা স্কুল পর্যায়সহ বস্তিতে গিয়েও টিকা দিয়েছি। আগামী মাস থেকে প্রতি মাসে আমরা অন্তত ৪ কোটি টিকা দেয়ার কাজ শুরু করছি। এ জন্য আগামী মাস থেকেই আমরা দেশের প্রতিটি ওয়ার্ডে টিকা দেয়ার উদ্যোগ নিচ্ছি। আগামী মে-জুনের মধ্যেই আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা করছি।

আরও পড়ুন: সীমিত পরিসরে করোনা টিকার বুস্টার ডোজ শুরু

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর