শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা রাজধানী

সীমিত পরিসরে করোনা টিকার বুস্টার ডোজ শুরু


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৮ ডিসেম্বর, ২০২১ ১০:৪৭ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশে আনুষ্ঠানিকভাবে করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগশুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল দশটায় রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালে সীমিত পরিসরে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক রাজনীতি সংবাদকে বলেন, ‘বুস্টার ডোজ দিতে সারা দেশের টিকা কেন্দ্রগুলোতে চিঠি পাঠানো হয়েছে। যারা পারবে, আজ থেকেই বুস্টার ডোজ দেবে। যাদের প্রস্তুতি নেই, তারা কাল বা পরশু থেকে দেবে।’

জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তর বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা বেছে নিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুরুতে অগ্রাধিকার ভিত্তিতে বুস্টার ডোজ পাচ্ছেন সম্মুখসারির যোদ্ধা-চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্করা।

আরও পড়ুন: নতুন ঠিকানায় ১ জানুয়ারি শুরু হচ্ছে বাণিজ্য মেলা

আগের দুই ডোজ যে কেন্দ্র থেকে দেওয়া হয়েছে, ওই কেন্দ্র থেকেই বুস্টার ডোজ দেওয়ার জন্য এসএমএস পাঠানো হবে।

এজন্য নতুন করে নিবন্ধন করার প্রয়োজন নেই।

যাদের দ্বিতীয় ডোজ নেওয়ার কমপক্ষে ৬ মাস অতিক্রান্ত হয়েছে তারা বুস্টার ডোজের জন্য এসএমএস পাবেন।

তবে, নতুন নিবন্ধকারীরিা এ টিকা দিতে পারবেন না। টিকা কার্ড ডাউনলোড করে টিকাকেন্দ্রে আসতে হবে।

রাজধানীর যেসব হাসপাতালে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হচ্ছে
রাজধানীর হাসপাতালগুলো হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ), কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক), শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট হাসপাতাল, শ্যামলী ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল, কুয়েত-মৈত্রী হাসপাতাল এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল।

আরও পড়ুন: চালু হলো ঢাকা নগর পরিবহন, যত টাকা ভাড়া

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর