শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা খেলা

বিসিবিতে ব্যাপক রদবদল, কে কোন দায়িত্ব পেলেন


নিজস্ব ক্রীড়া প্রতিবেদক প্রকাশের সময় :২৪ ডিসেম্বর, ২০২১ ১০:০৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

রদবদল হতে যাচ্ছে-এমন আভাস পাওয়া গিয়েছিল আগেই। হলোও তাই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্ট্যান্ডিং কমিটিতে ব্যাপক রদবদল ঘটেছে।

গত অক্টোবরে পর্ষদের পরিচালক নির্বাচনের পর প্রথম বোর্ড সভায় আবার প্রেসিডেন্ট হন নাজমুল হাসান পাপন।

আর শুক্রবার দ্বিতীয় বৈঠকে স্থায়ী কমিটিতে এলো ব্যাপক পরিবর্তন।

তিন দিন আগে বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আকরাম খান।

তার স্থলাভিষিক্ত হয়েছেন জালাল ইউনুস। তিনি মিডিয়া কমিটির চেয়ারম্যান ছিলেন।

আর আকরাম পেয়েছেন নতুন দায়িত্ব। তিনি ফ্যাসিলিটিসের দায়িত্ব এসেছেন। মিডিয়া বিভাগের চেয়ারম্যান হয়েছেন ক্রিকেট সংগঠক তানভীর আহমেদ টিটু।

তবে ভাইস চেয়ারম্যান হিসেবে থাকছেন ইউনুসই।

কে কোন দায়িত্বে

বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস

ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান আকরাম খান

মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর টিটো, ভাইস চেয়ারম্যান জালাল ইউনুস

হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়, ভাইস চেয়ারম্যান আকরাম খান

গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন, ভাইস চেয়ারম্যান ফাহিম সিনহা

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম ববি, ভাইস চেয়ারম্যান সুজন

গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহাবুব আনাম

বাংলা টাইগার্সের চেয়ারম্যান কাজী এনাম আহমেদ

স্কুল ক্রিকেটের চেয়ারম্যান ওবায়েদ নিজাম, ভাইস চেয়ারম্যান টিটো

আম্পায়ার্স কমিটির দায়িত্বে ইফতেখার মিঠু

বয়সভিত্তিক দলের চেয়ারম্যান ওবেদ নিজাম

লজেস্টিক্সে ফাহিম সিনহা

সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দীন চৌধুরী

মার্কেটিং চেয়ারম্যান শেখ সোহেল

বিপিএল গভর্নিং চেয়ারম্যান শেখ সোহেল

আরও পড়ুন: তিন ফরম্যাট ‘অসম্ভব’, টেস্ট থেকে বিরতির কথা ভাবছেন সাকিব

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর