বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ | ১৪ চৈত্র, ১৪৩০ | ১৭ রমজান, ১৪৪৫

মূলপাতা রাজধানী

শিক্ষা কর্মকর্তাকে চড় মারা সেই বহিষ্কৃত মেয়র গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৩ ডিসেম্বর, ২০২১ ১০:৫৪ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে চড় মারার ঘটনায় পৌরসভার বহিষ্কৃত মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকার উত্তরা ৬ নম্বর সেক্টরের ‘হোটেল ডি মেরিডিয়ান’ এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান গণমাধ্যমকে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জামালপুরে পাঠানোর প্রস্তুতি চলছে।

শিক্ষা কর্মকর্তাকে চড় মারার অভিযোগে গত মঙ্গলবার দেওয়ানগঞ্জ পৌর মেয়রকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

গত ১৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্বে ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মেহের উল্লাহ।

আরও পড়ুন: ছাত্রলীগ নামের মেশিনে ঢুকে মেধাবী শিক্ষার্থীরা খুনি হয়ে যাচ্ছে: নুর

ভোর থেকে শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলের শ্রদ্ধা নিবেদন করছিলেন।

এ সময় দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো.শাহনেওয়াজ শাহানশাহ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসেন।

শ্রদ্ধা নিবেদনের জন্যে মাইকে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নাম ঘোষণা করছিলেন উপস্থাপক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ।

তিনি পৌরসভার মেয়রের নাম ক্রমিকের ৫ নম্বরে ঘোষণা করায় শাহনেওয়াজ প্রকাশ্যে ওই শিক্ষা কর্মকর্তাকে অকথ্য গালিগালাজ করেন এবং তাকে চড় মারেন।

এ ঘটনায় পৌর মেয়রকে আসামি করে মামলা করেন ওই শিক্ষা কর্মকর্তা।

এরপরই শাহানশাহকে উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুন: পরিচয় জানা গেলো সেই আইসক্রিমওয়ালার, যার ভক্ত দেড় মিলিয়ন (ভিডিও)

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর