বুধবার, ১ মে, ২০২৪ | ১৮ বৈশাখ, ১৪৩১ | ২১ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা শিক্ষা

প্রথম থেকে নবম শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদনের সময় বাড়লো


নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :৮ ডিসেম্বর, ২০২১ ১১:০১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

২০২২ শিক্ষাবর্ষে দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে।

বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে নতুন সময়সীমা ১০ ডিসেম্বর রাত ১২টা এবং বেসরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে ১৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

ভর্তির অনলাইন আবেদনের সময় দেশের বিভিন্ন প্রান্তের অভিভাবকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাড়ানো হয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

উল্লেখ্য, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ডিজিটাল লটারি ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ভর্তির আবেদন শুধুমাত্র অনলাইনে gsa.teletalk.com.bd এই ঠিকানায় পাওয়া যাবে।

আবেদনের সময় একজন প্রার্থী একই গ্রুপে পছন্দের ক্রমানুসারে সর্বাধিক পাঁচটি বিদ্যালয় নির্বাচন করতে পারবে।

অনলাইনে আবেদন ফরম পূরণ ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত নিয়ম www.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

আরও পড়ুন:

সব শহরেই বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ঘোষণা

‘কোনো সন্তান যেন রাজনীতিতে যুক্ত না হয়’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর