সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

সব শহরেই বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ঘোষণা


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৫ ডিসেম্বর, ২০২১ ১:১২ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকার পর চট্টগ্রামসহ দেশের সব মহানগরে বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

আগামী ১১ ডিসেম্বর (শনিবার) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

আজ রোববার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

সংবাদ সম্মেলনে এনায়েত উল্যাহ জানান, দেশের মেট্রোপলিটন এলাকাসহ অন্য শহরে যদি সিটি সার্ভিস থাকে সেখানেও হাফ ভাড়া নেওয়া হবে।

তবে আন্তঃজেলা পর্যায়ে হাফ ভাড়া কার্যকর হবে না।

তবে এক্ষেত্রে কিছু শর্ত নির্ধারণের কথা জানান এনায়েত উল্যাহ।

শর্তগুলো হলো-বাসে ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রয়োজনে তা প্রদর্শন করতে হবে।

বাসে চলাচলের ক্ষেত্রে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা হাফ ভাড়ার সুবিধা পাবেন। তবে ছুটির দিন হাফ ভাড়া কার্যকর হবে না।

উপজেলা বা দূরপাল্লার রুটে হাফ ভাড়া কার্যকর হবে না।

মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়, ইতিমধ্যে রাজধানীতে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চালু করা হয়েছে। এটি এখন কার্যকর হচ্ছে। এর ধারাবাহিকতায় এবার সব মহানগরে শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালু করা হলো।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর গত ৭ নভেম্বর থেকে ঢাকাসহ সারা দেশে বাসের ভাড়া ২৬ থেকে ২৭ শতাংশ বাড়ানো হয়।

এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের জন্য বাসে অর্ধেক ভাড়া নিশ্চিত করতে গত ১১ নভেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) একটি স্মারকলিপি দিয়ে আন্দোলনে শুরু করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে গত ১ ডিসেম্বর থেকে রাজধানীতে ঢাকা পরিবহন মালিক সমিতি বাসে হাফ ভাড়া কার্যকর করার ঘোষণা দেন।

এবার দেশের সব মহানগরে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকরের ঘোষণা দিলো বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

আরও পড়ুন:

কক্সবাজারে ‘উড়ন্ত রেস্টুরেন্ট’, বসলেই বিল ৪ হাজার টাকা!

হেলিকপ্টারে চড়ে বিয়ের আসরে পৌঁছবেন ভিকি-ক্যাটরিনা!

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর