শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০ | ১৮ রমজান, ১৪৪৫

মূলপাতা রাজধানী

ছাত্রীকে ‘ধর্ষণের হুমকি’: সেই বাসের চালক ও হেলপার আটক


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২১ নভেম্বর, ২০২১ ৮:৪৩ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

পুরান ঢাকার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ছাত্রীকে ‘ধর্ষণের হুমকি’ দেয়া বাসের চালক ও হেলপারকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটক ঠিকানা পরিবহনের বাস চালকের নাম মো. রুবেল ও হেলপারের নাম মো. মেহেদী হাসান।

র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আজ রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ঠিকানা পরিবহনের ওই বাসের চালক মো. রুবেল ও হেলপার মো. মেহেদী হাসানকে আটক করা হয়েছে।

গত শনিবার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক ছাত্রী সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌ম ফেসবুকে পোস্ট দিয়ে জানান, হাফ ভাড়া দেওয়ায় বাসের চালক ও হেল্পার প্রকাশ্যে তাকে ধর্ষণের হুমকি দিয়েছেন।

অভিযোগকারী শিক্ষার্থী বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

এ ঘটনার প্রতিবাদে রোববার সকালে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ছাত্রীরা পুরান ঢাকার বকশীবাজার মোড়ে কলেজের সামনের সড়কে বিক্ষোভ শুরু করেন।

তাদের আন্দোলনে যোগ দেন ঢাকা কলেজের শিক্ষার্থীসহ সাত কলেজের শিক্ষার্থীরা।

ধর্ষণের হুমকি দেওয়া অভিযুক্ত বাস হেলপারকে ২৪ ঘণ্টার মধ্যে আটক করাসহ ৬ দফা দাবি জানিয়ে দুপুর ১২টার দিকে তারা সড়ক ছেড়ে যান।

আরও পড়ুন:

দেখে নিন শাহরুখের ম্যানেজার পূজা কে, কী করতে হয় তাকে

পাকিস্তানে ২০০ জন আর্টিস্ট তৈরি করছেন বিশ্বের সবচেয়ে বড় কোরআন মাজিদ, সময় লাগবে ৯ বছর

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর