শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০ | ১৮ রমজান, ১৪৪৫

মূলপাতা রাজধানী

খালেদা জিয়াকে বিদেশে যেতে না দিলে পদত্যাগের হুমকি বিএনপি এমপিদের


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২১ নভেম্বর, ২০২১ ২:৩০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হলে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার হুমকিও দিয়েছেন দলটির সংসদ সদস্যরা। একই সঙ্গে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার জন্য তারা রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেছেন।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার অনুমতি দেওয়ার দাবিতে আজ রোববার সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিএনপি এমপিরা।

প্রায় আধাঘণ্টা ধরে এ কর্মসূচি চলে।

মানববন্ধনে সংসদ সদস্য জি এম সিরাজ বলেন, ‘খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে যে ভাষায় বক্তব্য দিয়েছেন, সত্যি কথা বলতে কী, আমরা আশা করি না যে তিনি (প্রধানমন্ত্রী) ম্যাডামকে বিদেশে যেতে অনুমতি দেবেন। তাহলে কার কাছে আশা করবো, তার ওপরে তো একজনই আছেন। আমরা রাষ্ট্রপতিকে বলতে চাই, আপনার ক্ষমতাবলে ম্যাডামের চিকিৎসার ব্যবস্থা করুন। সংবিধানে আপনাকে সেই ক্ষমতা দেওয়া আছে।’

সংসদ সদস্য হারুন অর রশীদ বলেন, ‘আমাদের সংসদ থেকে পদত্যাগ করতে বাধ্য করবেন না। আমাদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত। এ দাবি মানা না হলে আমরা সংসদে থাকব কিনা, সেটি ভেবে দেখবো।’

সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘আইনের ৪০১ ধারার অপব্যাখ্যা দিয়েছেন আইনমন্ত্রী। তিনি যে ব্যাখ্যা দিয়েছেন, তা পুরোপুরি বানোয়াট।’

তিনি বলেন, ‘ক্ষমতাসীন সরকার অবৈধ পন্থায় আইন ব্যবহার করে। তারা বলছে, খালেদা জিয়াকে জেলে গিয়ে জামিন চাইতে হবে। উনি এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে রয়েছেন। সেখান থেকে জেলে গিয়ে তার পক্ষে এ আবেদন করা সম্ভব নয়।’

মানবন্ধনে আরও উপস্থিত ছিলেন উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, মোশারফ হোসেন ও আমিনুল ইসলাম।

আরও পড়ুন: খালেদা জিয়ার চিকিৎসা: স্বরাষ্ট্রমন্ত্রীকে ৫ রাজনৈতিক দলের স্মারকলিপি

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর