শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০ | ১৮ রমজান, ১৪৪৫

মূলপাতা নির্বাচন

শঙ্কার মধ্যেই ভোট চলছে ৮৩৫ ইউপিতে


নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১১ নভেম্বর, ২০২১ ৯:৫০ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ভয়, আতঙ্ক এবং শঙ্কার মধ্য দিয়ে দেশের ৬৩টি জেলার ১১৫ উপজেলার ৮৩৫টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে ২০টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ চলছে।

এ ভোট নিয়ে একদিকে রয়েছে উত্তেজনা, অন্যদিকে রয়েছে অজানা শঙ্কা। স্থানীয় সরকার নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে যে উৎসাহের আমেজ বিরাজ করার কথা, এই নির্বাচনে তা নেই।

এই ধাপের নির্বাচন ঘিরে বিভিন্ন এলাকায় উত্তেজনা, সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় ১০ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্টদের মতে, এবারের ইউপি নির্বাচনে ইসির কোনো নিয়ন্ত্রণ নেই। নির্বাচন কমিশন অনেকটা অসহায়।

যদিও সহিংসতার ঘটনায় ‘অস্বস্তি’ ও ‘উদ্বেগ’ প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি) কঠোর পদক্ষেপে নেওয়ার কথা বলছে।

নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, নির্বাচনী সহিংসতা দমন করতে কঠোর পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে।

ভোট নিয়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে সব নির্বাচনী এলাকায়।

এ নির্বাচনে সরাসরি বিএনপি অংশ না নিলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারম্যান-মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া আছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীও।

ইসি জানিয়েছে, দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপিতে ভোটের তফসিল ঘোষণা করা হলেও আজ ভোটগ্রহণ হচ্ছে ৮৩৫ ইউপিতে। কেননা ৫ ইউপিতে সব পদে জনপ্রতিনিধিরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নিবাচিত হয়েছেন। এ ছাড়া সাত ইউপিতে ভোট স্থগিত করেছে ইসি এবং ১ ইউপির ভোট বাতিল করা হয়েছে।

ইসি সূত্র বলছে, ৮৩৫ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন তিন হাজার ৩১০ জন, সংরক্ষিত নারী প্রার্থী নয় হাজার ১৬১ জন এবং সাধারণ ওয়ার্ডে প্রার্থী রয়েছেন ২৮ হাজার ৭৪৭ জন। এ নির্বাচনে মোট ৪১ হাজার ২১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৮১টি চেয়ারম্যান পদে একক প্রার্থী
দ্বিতীয়ধাপের ভোটে ১৮ জেলার ২৮ উপজেলায় ৮১ জন ইউপি চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় তারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এ ছাড়াও সংরক্ষিত সদস্য পদে ৭৬ জন এবং সাধারণ সদস্য পদে ২০৩ জন নির্বাচিত হয়েছেন। বিনাভোটে নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পাঁচজন, ভোলার দৌলতখানে একজন, মানিকগঞ্জের সিঙ্গাইরে একজন, নারায়ণগঞ্জ সদরে দুইজন, রূপগঞ্জে তিনজন, শেরপুর সদরে তিনজন, টাঙ্গাইলের ধনবাড়ীতে তিনজন, জামালপুর সদরে পাঁচজন, কিশোরগঞ্জের বাজিতপুরে তিনজন, কুমিল্লার লাকসামে পাঁচজন, তিতাসে একজন ও মেঘনায় একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন।

একইভাবে চাঁদপুর সদরে দুইজন, ফেনীর ফুলগাজীতে তিনজন, লক্ষ্মীপুরের কমলনগরে একজন, মাদারীপুরের কালকিনিতে একজন, শরীয়তপুর সদরে তিনজন, খুলনা সদরে একজন, মাগুরা সদরে তিনজন, যশোরের চৌগাছায় দুইজন, বাগেরহাট সদরে তিনজন, মোল্লাহাটে একজন, জয়পুরহাটের আক্কেলপুরে একজন, সিরাজগঞ্জ সদরে তিনজন, রায়গঞ্জে তিনজন, চট্টগ্রামের সীতাকুণ্ডে পাঁচজন, মিরসরাইয়ে ১৩ জন ও ফটিকছড়ি উপজেলায় তিনজন বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন।

আরও পড়ুন: চতুর্থ ধাপে ৮৪০ ইউপিতে ভোট ২৩ ডিসেম্বর (তালিকাসহ)

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর