বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ | ১৪ চৈত্র, ১৪৩০ | ১৭ রমজান, ১৪৪৫

মূলপাতা জাতীয়

করোনায় ৭ বিভাগে কোন মৃত্যু নেই, নতুন শনাক্ত ১৫৪


নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :৬ নভেম্বর, ২০২১ ৫:৫২ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দেশে দিন দিন করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এ ভাইরাসে আক্রান্তদের মধ্যে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সত্তর বছরের ওই বৃদ্ধ ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া দেশের বাকি সাত বিভাগে কেউ মারা যাননি। এ সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫৪ জন।

এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৯১ জনে। শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৮৩৫ জনে।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল শুক্রবার দেশে করোনায় সংক্রমিত হয়ে ৩ জনের মৃত্যু হয়। এ সময় করোনা শনাক্ত হয় ১৯৬ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫৭ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৩৪ হাজার ৬৩৫ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর