রবিবার, ৫ মে, ২০২৪ | ২২ বৈশাখ, ১৪৩১ | ২৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামের বায়েজিদে বাসায় বিস্ফোরণ, ১ জনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৭ অক্টোবর, ২০২১ ৩:৩০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকায় একটি বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের সময় বাসার দেয়াল ভেঙ্গে পড়ে। এতে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন দগ্ধ হয়েছেন। তবে কী কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনো উদঘাটন করতে পারেনি পুলিশ।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে বালুছড়া এলাকার কাশেম কলোনির তিন ভবনের নিচ তলার একটি কক্ষে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম মো. ফারুক আকাশ (২৪)। তার গ্রামের বাড়ি বাশখালী।

বিস্ফোরণের সময় দেয়াল ভেঙে ফারুকের মৃত্যু হয়ে বলে জানিয়েছেন স্থানীয়রা।

দগ্ধ দুজন হলেন-আবুল কালাম (৪৫) ও মো. ফোরকান উল্লাহ (৫৫)। তারা দুজন ওই ভবনের নিচ তলায় একটি কক্ষে মেস করে থাকতেন।

জানা গেছে, তিন তলা ওই ভবনের উপরের তলায় মাদ্রাসা এবং দ্বিতীয় তলায় মসজিদ। নিচ তলায় ১৪টি কক্ষে লোকজন ভাড়া থাকে।

ফায়ার সার্ভিস বায়েজিদ বোস্তামী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কবির হোসেন রাজনীতি সংবাদকে জানান, যে কক্ষে বিস্ফোরণ হয়েছে সেখানে কোনো গ্যাসের সিলিন্ডার ছিল না। বাসায় কর্ণফুলী গ্যাসের লাইন ছিল। কিন্তু গ্যাস লিকেজের কোনো আলামত আমরা পাইনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগারও আলামত পাইনি। কীভাবে এ বিস্ফোরণ হয়েছে তা আমরা বুঝতে পারছি না।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে ঘরের ভেতর গ্যাস জমে বিস্ফোরণ হয়েছে। খালি চোখে দাহ্য কিংবা বিস্ফোরকের কোনো আলামত মেলেনি। তারপরও নিশ্চিত হওয়ার জন্য আমাদের বোম্ব ডিজপোজাল ইউনিট সেটি খতিয়ে দেখছে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর