রবিবার, ৫ মে, ২০২৪ | ২২ বৈশাখ, ১৪৩১ | ২৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

শনিবার চট্টগ্রামে আধাবেলা হরতালের ডাক


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৫ অক্টোবর, ২০২১ ৫:২০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লায় জেএম সেন হল প্রাঙ্গণে পূজামণ্ডপে হামলার প্রতিবাদে আগামীকাল শনিবার চট্টগ্রামে আধাবেলা হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ। প্রতিবাদের অংশ হিসেবে শনিবার দুপুর ১২টা পর্যন্ত প্রতিমা বিসর্জন বন্ধ রাখারও ঘোষণা দিয়েছে সংগঠনটি।

আজ শুক্রবার জুমার নামাজের পর মসজিদ থেকে বের হয়ে একদল দুর্বৃত্ত মিছিল নিয়ে আন্দরকিল্লায় জেএম সেন হল প্রাঙ্গণে পূজামণ্ডপে গিয়ে ভাঙচুর করে।

জানা যায়, তারা তোরন ভাঙচুর, ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলে। জেএমসেন হল পূজামণ্ডপের ভেতরে ইট পাথর নিক্ষেপ করে। তবে দ্রুত গেট বন্ধ করে দেওয়াতে ভেতরে ঢুকতে পারেনি। পরে পুলিশ এসে ফাঁকা গুলি করে।

ঘটনার পর পূজা প্রাঙ্গণ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পূজামণ্ডপে হামলা ভাঙচুরের প্রতিবাদে সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ-বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা।

পূজামণ্ডপে হামলার খবর পেয়ে ছুটে আসেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামীকাল শনিবার বেলা ১২ টা পর্যন্ত চট্টগ্রামে সর্বাত্মক হরতাল পালনের আহ্বান জানান।

এ সময় সমাবেশে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর