শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ | ৬ বৈশাখ, ১৪৩১ | ৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা ইসলামী দল

ধরপাকড়ের পরও রাজধানীতে বিনা বাধায় জামায়াতের মিছিল


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৯ সেপ্টেম্বর, ২০২১ ৯:৩০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

পুলিশের ধরপাকড়ের পরও রাজধানীতে আবারও প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ব্যস্ততম কমলাপুর রেল স্টেশনের সামনে থেকে মিছিল বের করেন জামায়াতের নেতা-কর্মীরা।

মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। এতে দলটির অন্তত হাজারো নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

জামায়াতের নায়েবে আমির আ ন ম শামসুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে দলটির নেতা-কর্মীরা এই মিছিল বের করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মতিঝিল এলাকায় পুলিশের উপস্থিতি থাকলেও জামায়াতের এই মিছিলটি কোনো বাধার মুখে পড়েনি। জামায়াতের নেতা-কর্মীরা নির্বিঘ্নে মিছিল করে স্থান ত্যাগ করে।

জামায়াতের মিছিলের সময় মতিঝিল এলাকায় সড়কে যানজট সৃষ্টি হয়। মিছিলটি মতিঝিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

গত সোমবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির ৯ নেতাকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে পরদিন সকালে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ মিছিল বের করে জামায়াত।

দীর্ঘ দিন আড়ালে থাকা জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের হঠাৎ এমন শোডাউন দেখে নড়েচড়ে বসে আইনশৃঙ্খল বাহিনী।

রাজধানী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তারের অভিযানে নামে পুলিশ।

বৃহস্পতিবার রাজধানীর উত্তরার একটি বাসা থেকে জামায়াতের নায়েবে আমির আ ন ম শামসুল ইসলামকে আটক করা হয়।

এর আগে বুধবার চট্টগ্রামে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বুধবার চট্টগ্রামে মিছিল ও সমাবেশ করেছে নগর ছাত্রলীগ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর