শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ | ৭ বৈশাখ, ১৪৩১ | ১০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা নির্বাচন

ইভিএমে ভোট হবে ৩১টিতে, ব্যালেটে ২৫টিতে

চতুর্থ ধাপে ৫৬ পৌরসভায় ভােট ১৪ ফেব্রুয়ারি


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৩ জানুয়ারি, ২০২১ ৮:৪৬ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দেশে চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভায় ভোট গ্রহণ আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ রোববার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি)  সিনিয়র সচিব মো. আলমগীর এ তফসিল ঘোষণা করেন। এই নিয়ে চার ধাপে ২০৬টি পৌরসভার তফসিল দেয়া হলো।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৭ জানুয়ারি, বাছাই ১৯ জানুয়ারি আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ জানুয়ারি।

৫৬টি পৌরসভার মধ্যে ইভিএমে ভোট হবে ৩১টিতে, আর ব্যালেটে ভোট হবে ২৫টিতে।

ইভিএমে যেসব পৌরসভায় ভোট হবে সেগুলো হলো– ঠাকুরগাও, গোদাগাড়ী, লালমনিরহাট, মাধবদী, রাজবাড়ী, মুলাদী, শেরপুর, শিবগঞ্জ, বান্দরবান, বাগেরহাট, সাতক্ষীরা, চুনারুঘাট, হোমনা, দাউদকান্দি, পটিয়া, বাজিতপুর, গোপালপুর, কলাপাড়া, আলমডাঙ্গা,পুরশুরাম, কচুয়া, কালকিনি, নেত্রকোণা, চৌগাছা, রাঙ্গামাটি, মিরকাদিম, ফুলপুর, আক্কেলপুর, চাটখিল, আখাউড়া, রামগতি।

ব্যালটে যেসব পৌরসভায় ভোট হবে সেগুলো হলো-রাণীশঙকাইল, নওহাটা, তানোর, তাহেরপুর, পাটগ্রাম, নরসিংদী, গোয়ালন্দ, বানারীপাড়া, শ্রীবরদী, বড়াইগ্রাম, নাটোর, মাটিরাঙ্গা, সাতকানিয়া, চন্দনাইশ, হোসেনপুর, করিমগঞ্জ, কালিহাতি, জীবননগর, ফরিদগঞ্জ, বাঘারপাড়া, ডামুড্যা, মেলান্দহ, কালাই, নগরকান্দা ও কানাইঘাট।

এর আগে প্রথম ধাপের তফসিলের ২৫টি পৌরসভায় ২৮ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভায় নির্বাচন হবে ১৬ জানুয়ারি। আর তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

দেশে মোট পৌরসভা রয়েছে ৩২৯টি। আইন অনুযায়ী, মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে স্থানীয় সরকারের এ প্রতিষ্ঠানে ভোট করতে হয়।

স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়। সেবার ২০টি দল নির্বাচনে অংশ নেয়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর