রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ | ৫ মাঘ, ১৪৩১ | ১৮ রজব, ১৪৪৬

মূলপাতা বিএনপি

তিন জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা



রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর ২০২৪, ৪:৩৪ অপরাহ্ণ

তিন জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলাগুলো হলো-খুলনা, মেহেরপুর ও মাগুরা।

আজ শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক ও আবু হোসেন বাবুকে সদস্য সচিব করে তিন সদস্য বিশিষ্ট খুলনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি, মেহেরপুর জেলা বিএনপির বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে জাভেদ মিল্টনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি এবং আলী আহমদকে আহ্বায়ক ও মনোয়ার হোসেন খানকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট মাগুরা জেলা বিএনপির আংশিক কমিটি অনুমোদিত হয়েছে।

তিন জেলায় ঘোষিত আহ্বায়ক কমিটিগুলো হলো-

খুলনা জেলা
১. মনিরুজ্জামান মন্টু (আহ্বায়ক)
২. অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক)
৩. আবু হোসেন বাবু (সদস্য সচিব)

মেহেরপুর জেলা
১. জাভেদ মাসুদ মিল্টন (আহ্বায়ক)
২. আমিরুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক)
৩. জাহাঙ্গীর বিশ্বাস (যুগ্ম আহ্বায়ক)
৪. ফয়েজ মোহাম্মদ (যুগ্ম আহ্বায়ক)
৫. অ্যাডভোকেট কামরুল ইসলাম (সদস্য সচিব)
৬. মাসুদ অরুণ (সদস্য)
৭. আমজাদ হোসেন (সদস্য)

মাগুরা জেলা
১. আলী আহমেদ (আহ্বায়ক)
২. আখতার হোসেন (যুগ্ম আহ্বায়ক)
৩. আহসান হাবিব কিশোর (যুগ্ম আহ্বায়ক)
৪. ফারুকুজ্জামান ফারুক (যুগ্ম আহ্বায়ক)
৫. খান হাসান ইমাম সুজা (যুগ্ম আহ্বায়ক)
৬. অ্যাডভোকেট রোকুনুজ্জামান (যুগ্ম আহ্বায়ক)
৭. আলমগীর হোসেন (যুগ্ম আহ্বায়ক)
৮. মিথুন রায় চৌধুরী (যুগ্ম আহ্বায়ক)
৯. শাহেদ হাসান টগর (যুগ্ম আহ্বায়ক)
১০. পিকুল খান (যুগ্ম আহ্বায়ক)
১১. মনোয়ার হোসেন খান (সদস্য সচিব)

আরও পড়ুন: হাসিনার সাবেক বেয়াই খন্দকার মোশাররফ এখন কোথায়?

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর