রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ | ৫ মাঘ, ১৪৩১ | ১৮ রজব, ১৪৪৬

মূলপাতা জাতীয়

গুম-খুনের জন্য ক্ষমা চাইলেন র‍্যাবের মহাপরিচালক


সংবাদ সম্মেলনে র‍্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ১২ ডিসেম্বর ২০২৪, ১:২৮ অপরাহ্ণ

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান বলেছেন, র‍্যাবের বিরুদ্ধে গুম ও খুনের কিছু অভিযোগ আছে। র‌্যাবের দ্বারা যারা নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ভবিষ্যতে এ বাহিনী এমন কোনো কার্যক্রমে কারও নির্দেশে জড়িত হবে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেসবের বিচার নিশ্চিত করা হবে।

র‌্যাব বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, সবকিছু সুষ্ঠু বিচারের মাধ্যমে আমরা দায়মুক্ত হতে চাই। একই সঙ্গে কারও নির্দেশে এসব অপরাধে র‍্যাব আর জড়িত হবে না সেটি আমি নিশ্চয়তা দিচ্ছি।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর কাওরানবাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় এবং সাম্প্রতিক আভিযানিক কার্যক্রম সম্পর্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শহিদুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হয়েছে তবে প্রত্যাশিত জায়গায় এখনো যায়নি। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র‍্যাব তার দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করবে।

র‍্যাব মহাপরিচালক বলেন, ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে। পরে র‍্যাবের সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এ কাজ করতে গিয়ে র‍্যাবের ১৬ জন সদস্য বিভিন্ন অপরাধে সঙ্গে জড়িয়ে পড়ে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া যায়। এসব অপরাধের কারণে এসব সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চলছে।

শহিদুর রহমান বলেন, ৫ আগস্টের পর আমাদের কিছু চ্যালেঞ্জ ছিল। আনসার বাহিনীর সদস্যদের মধ্যে বিদ্রোহ, গার্মেন্টস সেক্টরে অস্থিতিশীল, পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে র‍্যাব। সাড়ে ১৪ হাজার আসামিসহ এ পর্যন্ত অবৈধ ২০ হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আয়নাঘর (গোপন বন্দিশালা) প্রসঙ্গে র‍্যাব মহাপরিচালক বলেন, র‌্যাবে আয়নাঘর ছিল সেসবের বিষয়ে তদন্ত চলছে। হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল তদন্ত করছে। তদন্তে সব ধরনের সহায়তা করা হচ্ছে।

 

শহিদুর রহমান বলেন, আমরা যতদিন আছি, দায়িত্ব পালন করে যাব। দায়িত্ব পালনে আমরা জনগণের সহায়তা প্রত্যাশা করছি। আর পোশাক পরিবর্তননের বিষয়ে আমরা চিন্তা করছি, র‌্যাবের জন্য আইন করার চেষ্টা করছি এবং কি কি বিষয় সংস্কার করা যায় এ বিষয়ে চিন্তা করছি।

আরও পড়ুন: ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম, যা বললেন বিক্রম মিশ্রি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর