রাজনীতি সংবাদ প্রতিনিধি, বরিশাল
প্রকাশের সময় : ২১ নভেম্বর ২০২৪, ৪:০৮ অপরাহ্ণ
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর গ্রেপ্তার হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে রাজাপুর উপজেলা সদরের গোডাউন ঘাট এলাকায় হামলার শিকার হয়ে রাজাপুর থানায় মামলা করতে যান তিনি। পরে অন্য একটি মামলায় তাকেই গ্রেপ্তার করে পুলিশ।
দুপুর পৌনে ১টার দিকে শাহজাহান ওমরকে আদালতে তোলা হয়। তার পক্ষে কোনো আইনজীবী না থাকায় শুনানি না করেই কাঠালিয়া আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, আজ সকালে শাহজাহান ওমর রাজাপুরে প্রবেশ করতে চাইলে তার গাড়িতে অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এতে শাহজাহান ওমরও আহত হন। আহতাবস্থায় রাজাপুর থানায় গাড়ি ভাঙচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বাহির থেকে থানা ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। পরে কাঠালিয়া থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, ‘আমি সাংগর গ্রামের বাড়িতে বোনের কবরস্থানে কাজ করানোর জন্য আসার পথে হামলার শিকার হয়েছি। আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমাকেও আহত করেছে। ইচ্ছা ছিলো বাড়ির কাজ শেষ করে লেবুখালী ক্যান্টনমেন্টে স্বশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করার। কিন্তু এখন তো আমার গাড়ি নাই, কিভাবে সেখানে যাবো। আমি ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজাপুর থানায় আসছিলাম মামলা দিতে। পুলিশ বলছে আমাকে কাঠালিয়া থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমার নামে মামলা আছে তা আমি জানতাম না।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম জানান, ‘সাবেক এমপি ব্যরিস্টার শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে কাঠালিয়ায় একটি নিয়মিত মামলা রয়েছে।’
এর আগে বুধবার সন্ধ্যায় শাহজাহান ওমরের গোডাউনঘাট এলাকার বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। তাদের হামলায় বাড়ির বাইরের অংশের তিনটি কাচের গ্লাস ভেঙে যায়।
উল্লেখ্য, বিএনপির সঙ্গে প্রায় ৪০ বছরের রাজনীতিক সম্পর্ক শেষ করে দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক দিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন শাহজাহান ওমর। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হন তিনি। তবে গত ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন তিনি।
আরও পড়ুন: নতুন প্রধান নির্বাচন কমিশনার হলেন সাবেক সচিব নাসির উদ্দীন