শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ | ২৭ আশ্বিন, ১৪৩১ | ৮ রবিউস সানি, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

ফরিদপুরে প্রতিমা ভাঙচুর, যেভাবে ধরা পড়লেন ভারতীয় নাগরিক


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৬ সেপ্টেম্বর, ২০২৪ ৭:১২ : অপরাহ্ণ
আটক ভারতীয় নাগরিক সঞ্জিত বিশ্বাস। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

ফরিদপুরে হরি মন্দির ও কালি মন্দিরে নির্মিতব্য প্রতিমা ভাঙচুরের ঘটনায় এক ভারতীয় নাগরিক আটক হয়েছেন।

আজ সোমবার জেলা পুলিশ সুপার মো. আব্দুল জলিল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সঞ্জিত বিশ্বাস (৪৫)। তিনি ভারতের নদীয়া জেলার নিশি কান্ত বিশ্বাসের ছেলে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর দিবাগত রাতে ফরিদপুরে ভাঙ্গা উপজেলার ভাঙ্গা বাজারের হরি মন্দিরের কার্তিক ঠাকুরের হাতের আঙুল, ময়ূরের গলা মোচড়ানো, ঘোড়ার কান ও আঙুল, অসুরের হাতের আঙুল এবং কালি মন্দিরের গণেশের হাতের আঙুল ও শুঁড় ভাঙা দেখে ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন মন্দির কমিটি।

পুলিশ জানিয়েছে, হরি মন্দির ও কালি মন্দিরে নির্মিতব্য প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে গতকাল রোববার সকালে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে পুলিশ সুপার মো. আব্দুল জলিল ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় দেখেন হরি মন্দিরের কার্তিক ঠাকুরের হাতের আঙুল, ময়ূরের গলা মোঁচড়ানো, ঘোড়ার কান ও আঙুল, অসুরের হাতের আঙুল এবং কালি মন্দিরের গণেশের হাতের আঙুল ও শুঁড় ভাঙা হয়েছে। তখন ঘটনাস্থলে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীর নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে পুলিশ সুপার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

 

পুলিশ সুপার আব্দুল জলিল জানান, ঘটনার বিষয়ে তদন্তকালে ঘটনাস্থলের পাশে কালি মন্দিরের সামনে পরিত্যক্ত খাটের উপর শয়নরত অবস্থায় একজন ও খাটের পাশে মাটিতে আরেকজন ব্যক্তিকে দেখতে পান। জিজ্ঞাসাবাদে একজনকে (বৃদ্ধ ব্যক্তি) স্থানীয়রা পরিচিত বলে শনাক্ত করেন।

অপর ব্যক্তিকে নাম-পরিচয় জিজ্ঞাসা করা হলে তার নাম-পরিচয় না জানালে সন্দেহ হওয়ায় তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় একবার বাংলা এবং একবার হিন্দি ভাষায় কথা বলেন তিনি। এক পর্যায়ে ভারতীয় নাগরিক বলে পরিচয় দেন ওই ব্যক্তি।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার সঞ্জিত বিশ্বাসকে ১৫১ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনা সংক্রান্ত তদন্ত অব্যাহত আছে।

আরও পড়ুন: মন্ত্রিত্ব ছাড়তে চাইলে সোহেল তাজকে গান শুনিয়েছিলেন শেখ হাসিনা

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর