শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ | ৩০ ভাদ্র, ১৪৩১ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোন দপ্তর পেলেন


রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :৯ আগস্ট, ২০২৪ ১:২১ : অপরাহ্ণ
ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই দপ্তর বণ্টন করেন। এরমধ্যে ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তিনি।

আজ শুক্রবার বেলা ১ টায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। গতকাল রাতে বঙ্গভবনে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের ১৪ জন শপথ নেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার হাতে ২৭টি মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব রেখেছেন। এগুলো হলো-

১. মন্ত্রিপরিষদ বিভাগ; ২. প্রতিরক্ষা মন্ত্রণালয়; ৩. সশস্ত্র বাহিনী বিভাগ; ৪. শিক্ষা মন্ত্রণালয়; ৫. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; ৬. খাদ্য মন্ত্রণালয়; ৭. গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়; ৮. ভূমি মন্ত্রণালয়; ৯. বস্ত্র ও পাট মন্ত্রণালয়; ১০. কৃষি মন্ত্রণালয়; ১১. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; ১২. রেলপথ মন্ত্রণালয়; ১৩, জনপ্রশাসন মন্ত্রণালয়; ১৪, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; ১৫. নৌ-পরিবহন মন্ত্রণালয়; ১৬. পানি সম্পদ মন্ত্রণালয়; ১৭. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; ১৮. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; ১৯. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; ২০. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; ২১. বাণিজ্য মন্ত্রণালয়; ২২. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; ২৩. সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; ২৪. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; ২৫. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়; ২৬. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়; ২৭. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়.

উপদেষ্টাদের মধ্যে যেসব মন্ত্রণালয়/বিভাগ বণ্টন করা হয়েছে—

১. সালেহ উদ্দিন আহমেদ- অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়

২. ড. আসিফ নজরুল- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

৩. আদিলুর রহমান খান- শিল্প মন্ত্রণালয়

৪. হাসান আরিফ- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

৫. মো. তৌহিদ হোসেন-পররাষ্ট্রমন্ত্রণালয়

৬. সৈয়দা রিজওয়ানা হাসান-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

৭. মিজ শারমীন এস মুরশিদ-সমাজকল্যাণ মন্ত্রণালয়

৮. ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন-স্বরাষ্ট্র মন্ত্রণালয়

৯. ড. আ. ফ. ম. খালিদ হোসেন- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

১০. ফরিদা আখতার- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

১১. নুরজাহান বেগম- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

১২. মো. নাহিদ ইসলাম- ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়

১৩. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

তবে রাজধানী ঢাকার বাইরে অবস্থানের কারণে ফারুক-ই-আজম, বিধান রঞ্জন রায় ও সুপ্রদিপ চাকমা গতকাল শপথ নিতে পারেননি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির সময় লাখো মানুষ রাস্তায় নেমে আসেন। ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। ওই দিন বেলা আড়াইটার দিকে শেখ হাসিনা গণভবন থেকে হেলিকপ্টারে করে বঙ্গভবনে যান। সেখানে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপর বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর বদলে যেতে শুরু করে দেশের সার্বিক চিত্র।

 

গত ৬ আগস্ট দুপুরে জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

আরও পড়ুন:

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পরিচিতি জেনে নিন

শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার শেষ চার ঘণ্টা যা ঘটেছিল

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর