শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

মহাখালীতে রেললাইন অবরোধ শিক্ষার্থীদের, ট্রেন ও যান চলাচল বন্ধ


মহাখালী রেলগেট অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১৬ জুলাই, ২০২৪ ৩:০৫ : অপরাহ্ণ

রাজধানীর মহাখালী রেলগেটে রেললাইন অবরোধ করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে রেললাইনের দুপাশে দু’টি ট্রেন আটকে থাকতে দেখা গেছে।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে রেললাইন অবরোধ শুরু হয়। এরপর বেলা ২টার দিকে রেলগেটের দুই পাশে দুটি ট্রেন আটকে থাকতে দেখা গেছে। অবরোধে রেল ক্রসিং দিয়ে যান চলাচলও বন্ধ হয়ে গেছে। বনানী থেকে শাহীনবাগ পর্যন্ত শতাধিক যানবাহন আটকে রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

 

বনলতা ট্রেনের চালক ওয়ারেস আলী বলেন, ‘ট্রেনটির গন্তব্য রাজশাহী। বেলা ১ টা ৫০ মিনিটে মহাখালী রেলগেটে এসে ট্রেনটি আটকে আছে।’

একজন সিএনজিচালিত অটোরিকশাচালক বলেন, ‘সরকারকে অবিলম্বে এর সুরাহা করতে হবে। এই দুর্ভোগ আর সহ্য হচ্ছে না। সকাল থেকে একজন যাত্রীও পাইনি।’

কোটা সংস্কার ও আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে আজ সকাল থেকেই রাজধানীর সায়েন্স ল্যাব মোড়, উত্তরা, নতুন বাজার, মেরুল বাড্ডা, বসুন্ধরা, মিরপুর ১০ এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

১ জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও সংঘর্ষ হয়।

আরও পড়ুন:

ঝিনাইদহে পুলিশের সামনেই শিক্ষার্থীদের লাঠি-রড দিয়ে পেটালো ছাত্রলীগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ শিক্ষার্থীদের

এবার রাজপথে ব্র্যাক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

মধ্যরাতে জাবিতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, পুলিশের গুলি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর