শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ২৪ মাঘ, ১৪৩১ | ৭ শাবান, ১৪৪৬

মূলপাতা জাতীয়

নতুন বিমানবাহিনী প্রধান হলেন হাসান মাহমুদ খাঁন


হাসান মাহমুদ খাঁন

রাজনীতি সংবাদ প্রতিবেদন
প্রকাশের সময় : ২৬ মে ২০২৪, ১১:৩৮ অপরাহ্ণ

বাংলাদেশ বিমানবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি আগামী ১১ জুন থেকে নতুন দায়িত্বভার গ্রহণ করবেন।

বিমানবাহিনী বর্তমান প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নানের স্থলাভিষিক্ত হবেন তিনি।

আজ রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একইদিন বর্তমান বিমানবাহিনীর প্রধান শেখ আব্দুল হান্নানকে ১১ জুন থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসান মাহমুদ খাঁন ১৯৬৬ সালের ২০ জুন ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালের ১৫ জুন বিমানবাহিনীর জিডি(পি) শাখায় কমিশন্ড লাভ করেন। তিনি একজন ফাইটার পাইলট এবং ‘এ’ ক্যাটাগরির কোয়ালিফাইড ফ্লাইং ইনস্ট্রাক্টর।

হাসান মাহমুদ খাঁন দেশে-বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুর এবং ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি পাকিস্তান থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।

কর্মজীবনে হাসান মাহমুদ খাঁন বিমানবাহিনীর বিভিন্ন কমান্ড, স্টাফ ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে কর্মদক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বিমানবাহিনী পদক’, ‘গৌরবোজ্জ্বল উড্ডয়ন পদক’, ‘অসামান্য সেবা পদক’ এবং তিনবার বিমানবাহিনী প্রধানের প্রশংসাপত্র লাভ করেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর