রবিবার, ৫ মে, ২০২৪ | ২২ বৈশাখ, ১৪৩১ | ২৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

১৫ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু


রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :১৩ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:৫১ : পূর্বাহ্ণ
চট্টগ্রামের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে এবার আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩১তম আসর বসছে। ফাইল ছবি
Rajnitisangbad Facebook Page

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে। নগরীর টাইগারপাসের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের উদ্যোগে এবার এই মেলার ৩১তম আসর বসবে।

গতকাল সোমবার নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার চেয়ারম্যান আকতার হোসাইন এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার মেলায় ১৬টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৫৬টি প্রিমিয়ার স্টল, ৯৪টি গোল্ড, ৪৮টি মেগা স্টল, ১১টি ফুড স্টল, তিনটি জোনে ৪০০ স্টলে তিন শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে। এর মধ্যে ভারত, থাইল্যান্ড, ইরানের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা পণ্য প্রদর্শন করবেন।

সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশের জন্য জনপ্রতি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।

শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার ১৯৯৩ সাল থেকে দেশি পণ্যের প্রচার প্রসারে বাণিজ্য মেলার আয়োজন করে আসছে। এবারও দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা পণ্য প্রদর্শন করবেন।

আরও পড়ুন: মাসে কোটি টাকা আয় করেও ট্যাক্স দেয় না চট্টগ্রাম চেম্বার

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর