বুধবার, ১ মে, ২০২৪ | ১৮ বৈশাখ, ১৪৩১ | ২১ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

প্রায় ৩ বছর পর মুক্তি পেলেন জামায়াত নেতা শাহজাহান চৌধুরী


রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :১৭ জানুয়ারি, ২০২৪ ৯:৩১ : অপরাহ্ণ
জামায়াত নেতা শাহজাহান চৌধুরী। ফাইল ছবি
Rajnitisangbad Facebook Page

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী প্রায় ৩ বছর কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন।

আজ বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হয়ে বেরিয়ে আসেন।

এর আগে জামিন পেলেও কয়েক দফা কারা ফটক থেকে তাকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহজাহান চৌধুরীর আইনজীবী মনজুর আহমেদ আনসারী বলেন, ‘বেশ কয়েক দফায় কারা ফটক থেকে শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়। সর্বশেষ আজ বুধবার সন্ধ্যার দিকে কারাগার থেকে তিনি মুক্তি পান।’

কারামুক্তির পর শাহজাহান চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি একটি ছোট কারাগার থেকে বের হয়ে ৫৫ হাজার বর্গমাইলের কারাগারে এলাম। মানুষের অধিকারহীন এই দেশ যেন একটা বড় কারাগার।’

উল্লেখ্য, হাটহাজারীতে হেফাজতে ইসলামের সহিংসতায় উস্কানি ও ইন্ধনের অভিযোগে ২০২১ সালের ১৪ মে সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়ার বাসভবন থেকে শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। সেই থেকে তিনি কারাগারে ছিলেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর