সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

এ নৌকা নূহ নবীর নৌকা, সিলেটে নির্বাচনী জনসভায় শেখ হাসিনা


রাজনীতি সংবাদ প্রতিনিধি, সিলেট প্রকাশের সময় :২০ ডিসেম্বর, ২০২৩ ৬:২৪ : অপরাহ্ণ
আজ বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আগামী নির্বাচনের প্রতীক নৌকা মার্কা। এ নৌকা নূহ নবীর নৌকা। এ নৌকায় কিন্তু মানবজাতিকে রক্ষা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন।’

আজ বুধবার বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুপুর ৩টার দিকে জনসভার মঞ্চে আসেন শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। তখন উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারা।

এ সমাবেশের মধ্য দিয়েই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রচারণা শুরু করলেন আওয়ামী লীগ সভাপতি।

সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, ‘নৌকায় ভোট দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। আবার নৌকা যখন ক্ষমতায় এসেছে মানুষের আর্থ-সামাজিক উন্নতি হয়েছে। এ দেশের মানুষ নির্বাচন চায়, ভোট দিতে চায়। আমরা ভোটের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়েছি আমাদের দলকেও। সবাই দাঁড়াবে, সবাই কাজ করবে। জনগণ যাকে বেছে নিবে, সেটাই।’

বিএনপি নির্বাচন করতে দিতে চায় না উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘খুনি, হত্যাকারী, দুর্নীতিবাজরা মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে নির্বাচন বানচাল করতে চায়। তারা মনে করছে, দুইটা বাসে আগুন দিলেই, সরকার পড়ে যাবে। অত সহজ না। অত ভাত দুধ দিয়ে খায় না। এটাই আমি বলতে চাই।’

২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে প্রথম শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলাম। ২০০১ সালের নির্বাচনে আমাদের ক্ষমতায় আসতে দিলো না।’

২০০১ সালে ক্ষমতায় আসতে না দেওয়ার বিষয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘কেন দিলো না? দিলো না এই কারণে, বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক সম্পদ গ্যাস। আমেরিকা প্রস্তাব করলো গ্যাস বিক্রি করতে হবে। কারণ আমেরিকার কোম্পানিরা এখানে গ্যাস উত্তোলন করে। আমি বলেছি আমি গ্যাস বেচবো না। এই গ্যাস আমার জনগণের গ্যাস, এই গ্যাস জনগণের কাজে ব্যবহার হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিদ্যুৎ উৎপাদন করবো, সার কারখানা করবো, পেট্রোকেমিক্যালস করবো, জনগণের কল্যাণে ব্যয় করে ৫০ বছরের রিজার্ভ রেখে যদি অতিরিক্ত থাকে, তাহলে গ্যাস দেবো। তারা (আমেরিকা) খুব নাখোশ হলেন। সিদ্ধান্ত নিলেন আমাকে ক্ষমতায় আসতে দেবেন না। তাছাড়া আমাদের দেশেরও কিছু লোক ছিল। ২০০১ সালে ক্ষমতায় আসলো বিএনপি-জামায়াত জোট।’

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি ৯৬ সালে ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ভোট চুরি করেছিল। এই ভোট চুরির অপরাধে এ দেশের মানুষ আন্দোলন করে খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত করেছিল। সেই ক্ষমতাচ্যুত ভোট চোর, জনগণের সম্পদ চোর বিএনপিকে ২০০১ সালে আবার ক্ষমতায় বসালো ভোট কারচুপির মধ্য দিয়ে।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘২০০১ সালের নির্বাচনের আগে গ্যাস বিক্রির মুচলেকা দিয়েছিল খালেদা জিয়া। যে- সে ক্ষমতায় গেলে গ্যাস বেচবে। সেজন্য তার পিঠে বাহবা দিয়ে তাকে ক্ষমতায় বসালো। রেজাল্ট কী? জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, দুঃশাসন।’

শেখ হাসিনা বলেন, ‘আমি বলেছিলাম, খালেদা জিয়া গ্যাস দিতে পারবে না। কারণ গ্যাস পাবেই না। আসলে পায়নি, দিতে পারেনি। এটা হলো বাস্তবতা। যে কূপ খনন করে খালেদা জিয়ার আমলে গ্যাস পায়নি, সেই একই জায়গায় কূপ খনন করে আওয়ামী লীগের আমলে আমরা শুধু গ্যাস না, এবার আমরা তেলও পেয়েছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহ যখন কাউকে কিছু দেয়, সেটা জন বুঝেই ধন দেয়, এটা হলো বাস্তব কথা। আল্লাহ জন বুঝে দেয়। আল্লাহ জানে ওদের কাছে দিলে সব নয়-ছয় করবে। আর আওয়ামী লীগের হাতে দিলে জনগণের কল্যাণে কাজে লাগবে।’

নির্বাচনে বাণিজ্য করেই বিএনপি ধ্বংস হয়েছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘একজন লণ্ডনে বসে মনোনয়নপত্র বিক্রি করেছে। আরেকজন গুলশানে বসে মনোনয়ন বিক্রি করেছে। এ ছাড়া পল্টন থেকেও আরেকবার বিক্রি করেছে। এভাবে তারা নির্বাচনকে বাণিজ্যে পরিণত করে নির্বাচনকে ধ্বংস করেছে।’

আসন্ন নির্বাচনে আবারও জয়ের আশা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘৭ জানুয়ারির ভোটে জয়ী হয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে জনগণের সব চাওয়া পূরণ হবে, কেউ গৃহহীন থাকবে না, কারো দুঃখ থাকবে না।’

সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ। সকাল থেকেই আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট বিভাগের ৪ জেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেন। নগরের বিভিন্ন সড়কে ছোট-বড় মিছিল নিয়ে নৌকার স্লোগান দেন তারা।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর