বুধবার, ৮ মে, ২০২৪ | ২৫ বৈশাখ, ১৪৩১ | ২৮ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

সংলাপের তাগিদ পিটার হাসের, সুযোগ নেই বললেন কাদের


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৫ নভেম্বর, ২০২৩ ১২:১৫ : অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র একটি চিঠি ওবায়দুল কাদেরের হাতে তুলে দেন মার্কিন রাষ্ট্রদূত। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে চলমান রাজনৈতিক অস্থিরতা পরিহার করে শর্তহীন সংলাপে বসতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে প্রস্তাব দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। কিন্তু পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ শেষে ওবায়দুল কাদের গণমাধ্যমকে জানিয়েছেন, এখন আর সংলাপের কোনো সুযোগ নেই।

আজ বুধবার বেলা ১১টার দিকে সচিবালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করতে যান পিটার হাস।

এ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র একটি চিঠি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন মার্কিন রাষ্ট্রদূত।

পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লু একটি চিঠি আমার কাছে পাঠিয়েছেন। সেই চিঠি মার্কিন রাষ্ট্রদূত আমার কাছে পৌঁছে দিতে এসেছিলেন, চিঠি পেয়েছি। এক পৃষ্ঠার একটি চিঠি আমি পড়েছি। তাতে লেখা আছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার বিষয়টি। এখন দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে আলোচনা শেষে এ ব্যাপারে কথা বলতে পারবো।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আজ নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। তাই এখন সংলাপের আর সময় নেই। বিএনপিকে আমরা অনেক আগে থেকেই বলে আসছিলাম, শর্ত ছাড়া সংলাপে এলে তখন আমরা বিবেচনা করবো। কিন্তু এখন আর সেই সুযোগ নেই।’

জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় পার্টির যদি এজ হুল বা তারা কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে থাকতে না চায়, এটা তাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপার। আমরা তো জোর করে কাউকে আমাদের সঙ্গে টেনে আনছি না। এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার, ব্যক্তিগতভাবেও তাদের ব্যাপার।’

এদিকে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে এটাই যুক্তরাষ্ট্রের চাওয়া। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হোক, সেই প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশে যে সহিংসতা হচ্ছে তা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে।

এ ছাড়া সম্প্রতি মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে যে রাজনৈতিক সহিংস বক্তব্য দেয়া হয়েছে, সেটি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে পিটার হাস গভীর উদ্বেগ জানিয়েছেন বলে জানান।

এর আগে গত ১৩ নভেম্বর জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় ডোনাল্ড লু’র দেওয়া একটি চিঠি জাতীয় পার্টি চেয়ারম্যানের হাতে তুলে দেন মার্কিন রাষ্ট্রদূত।

আরও পড়ুন: নির্বাচন নিয়ে আ.লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে ডোনাল্ড লু’র চিঠি

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর