রাজনীতি সংবাদ প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশের সময় : ৩১ অক্টোবর ২০২৩, ৮:২৯ পূর্বাহ্ণ
সরকার পতনের একদফা দাবিতে সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকে অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। টানা তিনদিনের এই অবরোধ কর্মসূচির প্রথম দিনে আজ ভোরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে সাইনবোর্ড পর্যন্ত বিক্ষোভ মিছিল করে বিএনপি।
আজ মঙ্গলবার সকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় নেতাকর্মীদেরকে টায়ার জ্বালিয়ে স্লোগান দিতে দেখা দেয়া।
প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন নেতা-কর্মীরা। বন্ধ হয়ে যায় সড়কের উভয় পাশের যান চলাচল। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা সরে যায়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধা দিতে সর্বাত্মক চেষ্টা করেছে আওয়ামী লীগ ও তার ফ্যাসিবাদী সরকারের অনুগত আইনশৃঙ্খলা বাহিনী। সরকারের নির্যাতন ও অনিয়মের বিরুদ্ধে যারাই প্রতিবাদ করেছেন, সমালোচনা করেছেন, তাদের বিরুদ্ধেই অত্যাচার ও মামলার খড়গ নেমে এসেছে।’
এই বিএনপি নেতা বলেন, ‘আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এসব মানবাধিকার লঙ্ঘন নিয়ে সোচ্চার রয়েছে এবং আওয়ামী লীগ সরকারের আইনশৃঙ্খলা বাহিনী যে এসব মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত তার সপক্ষে সুনির্দিষ্ট প্রমাণ দাখিল করেছে।’
রিজভী বলেন, ‘নজিরবিহীন অত্যাচার, নির্যাতন, ও খুনের শিকার হয়েও বিএনপিসহ গণতন্ত্রের পক্ষের দলগুলো সহিংসতার পথ বেছে নেয়নি। নেতাকর্মীরাও শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন। বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধারের যৌক্তিক দাবির সঙ্গে একমত পোষণ করে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছেন এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে একত্রে জোর আন্দোলন গড়ে তুলেছেন।’
আরও পড়ুন: সারাদেশে বিএনপি-জামায়াতের ৭২ ঘণ্টার নৌ-রেল-সড়কপথ অবরোধ শুরু
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দল সভাপতি মন্টু মেম্বার, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু প্রমুখ।