রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৩০ অক্টোবর, ২০২৩ ৩:২৭ : অপরাহ্ণ
বিএনপির পর এবার সরকারবিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে তিনদিনের অবরোধ ডেকেছে জামায়াতে ইসলামী। আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সারাদেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
আজ সোমবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এ কর্মসূচি ঘোষণা করেন।
‘সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবি এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তারকৃত সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ও আলেম-ওলামার মুক্তি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধগতিরোধ, ২৮ অক্টোবর বিরোধীদলের মহাসমাবেশে হামলা, সাংবাদিক ও নেতাকর্মীদের হত্যা এবং সরকারের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে’ জামায়াত এ কর্মসূচি ঘোষণা করেছে।
আরও পড়ুন: সারাদেশে ৩ দিনের সর্বাত্মক অবরোধের ঘোষণা বিএনপির