শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

বাইডেনের কথিত সেই উপদেষ্টা শাহজালাল বিমানবন্দরে আটক


আজ দুপুরে ঢাকা শাহজালাল বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের উপদেষ্টা পরিচয়দানকারী ব্যক্তিকে আটক করা হয়। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৯ অক্টোবর, ২০২৩ ৫:৪৯ : অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়দানকারী ব্যক্তি মিঞা জাহিদুল ইসলাম আরেফীকে আটক করেছে পুলিশ।

আজ রোববার দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়।

তিনি যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন।

জানা যায়, জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরফিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেয়া হয়েছে।

গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের পর দলীয় কার্যালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে পরিচয় দিয়ে ওই রহস্যজনক ব্যক্তি সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন। এ নিয়ে হৈচৈ শুরু হয়।

পরে এ বিষয় নিয়ে রাতে বিএনপির মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, নয়াপল্টনে মহাসমাবেশে পুলিশের হামলা, টিয়ারগ্যাস ও গুলির পর সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় অফিসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে পরিচয় দিয়ে যিনি সাংবাদিকদের সামনে বক্তব্য রেখেছেন তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি গোচরে এসেছে। বিএনপির সঙ্গে ওই লোকের কোনো সম্পর্ক নেই বলে জানানো হয়।

জানা গেছে, মিঞা জাহিদুল ইসলাম আরেফী একজন বাংলাদেশি আমেরিকান। জন্ম এবং বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। তিনি মাঝে মাঝেই বাংলাদেশে আসেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর