শনিবার, ৪ মে, ২০২৪ | ২১ বৈশাখ, ১৪৩১ | ২৪ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

সকালেই কানায় কানায় পূর্ণ নয়াপল্টন, আসছে মিছিলের পর মিছিল


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৮ অক্টোবর, ২০২৩ ৯:১৩ : পূর্বাহ্ণ
বাধা পেরিয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সমবেত হয়েছেন হাজার হাজার নেতা-কর্মী। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

সকাল থেকেই কানায় কানায় পূর্ণ রাজধানীর নয়াপল্টন। সব বাধা পেরিয়ে বিএনপি কার্যালয়ের সামনে সমবেত হয়েছেন হাজার হাজার নেতা-কর্মী। দূর দূরান্ত থেকে বড় বড় মিছিল নিয়ে আসছেন নেতা-কর্মীরা। মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয়ে উঠছে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা।

আজ শনিবার দুপুর ২টায় সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপির মহাসমাবেশ শুরু হবে। কিন্তু ভোর থেকেই নয়াপল্টনে বিএনপি নেতা-কর্মীদের ঢল নেমেছে। নয়াপল্টনের সড়ক দখল করে নিয়েছেন নেতা-কর্মীরা। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা শোভা পাচ্ছে।

কমলাপুর, পুরানা পল্টন, কাকরাইল, শাহজাহানপুর এলাকায় প্রধান সড়কগুলোতে মিছিল নিয়ে আসা নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি রয়েছে। এরই মধ্যে নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন থানা পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

গত ১৮ অক্টোবর সরকারের পদত্যাগের একদফা দাবিতে ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই মহাসমাবেশ থেকে সরকার পতন আন্দোলনের মহাযাত্রা শুরু হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

আরও পড়ুন: অনুমতি না পেয়েও অনড় জামায়াত, শাপলা চত্বর ঘিরে রেখেছে পুলিশ

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর