শনিবার, ৪ মে, ২০২৪ | ২১ বৈশাখ, ১৪৩১ | ২৪ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

সরকারকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিন, না আর নয়: মির্জা ফখরুল


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৭ অক্টোবর, ২০২৩ ১:৫২ : অপরাহ্ণ
আজ সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

ভোটের অধিকার প্রতিষ্ঠার শপথ নিয়ে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মহাসমাবেশে যোগ দিয়ে সরকারকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিন, না আর নয়।’

মহাসমাবেশ নয়াপল্টনেই হবে উল্লেখ করে তাতে বাধা দিলে এর সম্পূর্ণ দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘পুলিশের অনুমতি দেওয়ার কিছু নাই। আমরা চিঠি দিয়েছি, আর মুখেও বলে দিয়েছি। সমাবেশ করা আমাদের সাংবিধানিক অধিকার। আমাদের সমাবেশ হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ।’

বিএনপি মহাসচিব বলেন, ‘২৮ অক্টোবরের সমাবেশের মধ্য দিয়ে আমরা সরকারকে একটি বার্তা দিতে চাই, যথেষ্ট হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানুন, না হলে মেনে নিতে বাধ্য করা হবে।’

নির্বাচনের জন্য আশানুরূপ অনুকূল পরিবেশ এখনও তৈরি হয়নি-প্রধান নির্বাচন কমিশনারের এ মন্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশনার নিজেই বলেছেন দেশে নির্বাচনের পরিবেশ নেই। অথচ অবৈধ প্রধানমন্ত্রী ব্রাসেলসে বসে বক্তৃতা দিচ্ছেন, বলছেন দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রয়েছে। আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করে ২০১৪ ও ২০১৮ সালের মতো আবারও একতরফা নির্বাচন করতে চাচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এ সরকার অবৈধভাবে ক্ষমতায় বসে আছে, অসাংবিধানিকভাবে ক্ষমতায় বসে আছে। এ সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে কখনও এ দেশে সুষ্ঠু নির্বাচন হবে না, দেশের মানুষ পছন্দমতো ভোট দিতে পারবে না। তাই এ সরকারকে পদত্যাগ করতেই হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে হবে।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, বেগম সেলিমা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর