বুধবার, ৮ মে, ২০২৪ | ২৫ বৈশাখ, ১৪৩১ | ২৮ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

আ.লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতি, জামায়াতকে না


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৭ অক্টোবর, ২০২৩ ৮:৪৮ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

অবশেষে আওয়ামী লীগ ও বিএনপিকে তাদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

আগামীকাল শনিবার আওয়ামী লীগ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এবং বিএনপি নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি পেয়েছে। তবে এর জন্য উভয় দলকে ২০টি শর্ত দেওয়া হয়েছে।

আজ শুক্রবার রাতে ডিএমপির পক্ষ থেকে সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি জানানো হয়।

এর আগে আওয়ামী লীগ ও বিএনপিকে সমাবেশের স্থান পরিবর্তনের অনুরোধ করলেও কেউ তাতে রাজি হয়নি। সমাবেশের প্রস্তুতি ও মঞ্চ প্রস্তুত সম্পন্ন হওয়ায় স্থান পরিবর্তন সম্ভব নয় বলে জানায় দুই দল।

মাত্র দেড় কিলোমিটার দূরত্বের মধ্যে দুদলের একই দিনে বড় সমাবেশ ঘিরে সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। এই পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনাকর বক্তব্য দেওয়া হয়েছে দুদলের পক্ষ থেকেই। ফলে মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।

আরও পড়ুন:

ঢাকায় ঢুকতে জবাবদিহি, যাত্রীদের মোবাইল ও ব্যাগ তল্লাশি

নয়াপল্টনে ছুটে আসছেন বিএনপি নেতা-কর্মীরা, স্লোগানে মুখর

অন্যদিকে একই দিন রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার অনুমতি চেয়েছিল জামায়াতে ইসলামী। তবে তাদের অনুমতি দেওয়া হয়নি।

শুক্রবার রাতে ডিএমপির সভা শেষে সাংবাদিকদের জানানো হয়, জামায়াতকে মহাসমাবেশের অনুমতি দেওয়া হবে না।

মহাসমাবেশের অনুমতি চেয়ে জামায়াতের পক্ষ থেকে ডিএমপি কমিশনারকে চিঠি দেওয়া হয়েছিল। তবে আগেই ডিএমপি জানিয়েছিল, জামায়াতকে অনুমতি দেওয়া হবে না। আজ আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানিয়ে দিলো পুলিশ।

তবে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান অনুমতি না পেলেও মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন: যেকোনো প্রকারে শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা জামায়াতের

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর