রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ২৩ অক্টোবর ২০২৩, ৪:৫৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জের ভৈরবে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে ট্রেনের অন্তত তিনটি বগি উল্টে ভেতরে যাত্রীরা আটকা পড়েছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে। তারা উদ্ধারকাজ চালাচ্ছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে পুলিশসহ স্থানীয় প্রশাসন।
আজ সোমবার বিকেল ৪ টার দিকে ভৈরব স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে মৃতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষতিগ্রস্ত বগিগুলোতে অনেক যাত্রী চাপা পড়ে আছেন। কে জীবিত কে মারা গেছে বলা যাচ্ছে না।
রেলওয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার একটু আগে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন ধাক্কা দেয়। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে সিগন্যালিংয়ের কোনো জটিলতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।