শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

ফখরুল বললেন, ‘এবার ভোট চুরি করতে পারবে?’ জনতার জবাব, ‘না’


রাজনীতি সংবাদ প্রতিনিধি, বগুড়া প্রকাশের সময় :১৭ সেপ্টেম্বর, ২০২৩ ১:৩৪ : অপরাহ্ণ
বগুড়ায় তারুণ্যের রোডমার্চ কর্মসূচির পথসভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

বগুড়ায় তারুণ্যের রোডমার্চ কর্মসূচির উদ্বোধনকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আবারও তারা (আওয়ামী লীগ) চুরি করে ক্ষমতায় আসতে চায়।’

এ সময় তিনি উপস্থিত জনতার কাছে জানতে চান, ‘এবার ভোট চুরি করতে পারবে?’ উপস্থিত জনতা সমস্বরে বলেন, ‘না’।

আজ রোববার দুপুর ১২টার দিকে বগুড়া সদরে এরুলিয়ে হাট চত্বরে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে রাজশাহী বিভাগের ‘তারুণ্যের রোডমার্চ’ গতকাল শনিবার বগুড়া থেকে শুরু হয়েছে।

বগুড়া থেকে রাজশাহী প্রায় ১২৯ কিলোমিটার পথ অতিক্রম করবে রোডমার্চটি।

রোডমার্চে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও স্থানীয় বিএনপির ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেলের বহর নিয়ে অংশ নিয়েছেন।

আজ রোববার বিকেলে রাজশাহী গিয়ে এই রোডমার্চ শেষ হওয়ার কথা।

পথসভায় মির্জা ফখরুল বলেন, ‘স্বাধীনতার ৫২ বছর পর আবারও গণতন্ত্রের জন্য লড়াই করতে হচ্ছে কেন? মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার ও বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দিতে বিএনপির এই আন্দোলন। অবৈধ সরকার বলেছিল, ১০ টাকার চাল খাওয়াবে। চালের দাম এখন কত? আমার মা-বোনেরা সন্তানদের একটি ডিম খাওয়াতে পারে না। বছরে তিন থেকে চারবার বিদুৎ ও তেলের দাম বাড়ে। সরকার বাজার সিন্ডিকেট করে দাম বাড়িয়ে বলে ফিক্সড করে দিলাম! ফিক্সড করলে কি দাম কমে যায়? এই সরকার শুধু দ্রব্যমূল্যর দাম কমাতেই নয় রাষ্ট্র পরিচালনাতেও ব্যর্থ।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার নিজেদের গদি বাঁচাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেল দিয়েছে। উনি এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। দেশের ৪০ লাখ মানুষ মিথ্যা মামলায় জর্জরিত। সাঈদী সাহেবকে যেভাবে জেলে ঢুকিয়ে মেরে ফেলেছে, দেশনেত্রীকে নিয়েও একই পরিকল্পনা করছে তারা। ডাক্তারা বলছেন, তাকে বাচাঁতে হলে তাড়াতাড়ি তার লিভার ট্রান্সপ্লান্ট করা দরকার, সেটা বিদেশ ছাড়া সম্ভব নয়। পরিষ্কার করে বলতে চাই, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা করার সুযোগ দিতে হবে। অন্যথায় সকল দায় দায়িত্ব সরকারকে নিতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকার চুরি করে দেশকে ফোকলা বানিয়েছে। তারা টাকা চুরি করে বিদেশে পাঠায়, আবার ভোটের সময় ভোট চুরি করে। তাই এই সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না। শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে।’

নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘কেউ আমাদের দিয়ে দেবে না। আমাদের আদায় করে নিতে হবে। সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শেখ হাসিনাকে সরাতে হবে। তিনি ক্ষমতায় থাকলে কোনোদিনই নির্বাচন সুষ্ঠু হবে না।’

পথসভায় সভাপতিত্ব করেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান। এতে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সভাপতি আমীর খসরু মাহামুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এম এম জিলানী।

আরও পড়ুন: বগুড়া থেকে তারুণ্যের রোডমার্চ শুরু, অতিক্রম করবে ১২৯ কিলোমিটার পথ

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর