রবিবার, ৫ মে, ২০২৪ | ২২ বৈশাখ, ১৪৩১ | ২৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা ইসলামী দল

রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গদি রক্ষা করা যাবে না, হেফাজতের কড়া হুঁশিয়ারি


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৫ সেপ্টেম্বর, ২০২৩ ৮:০১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

মানবাধিকার সংস্থা ‘অধিকার’ এর সম্পাদক আদিলুর রহমান শুভ্র ও পরিচালক নাসিরুদ্দিন এলানকে সাজা দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।

মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ‘আজ আমরা এমন নির্মম, নির্দয় সময়ে এসে পড়েছি, যেখানে খোদ মানবাধিকারকর্মীদেরও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে; কোনো নিন্দা বা প্রতিবাদের তোয়াক্কা করা হচ্ছে না। ‘অধিকার’ একটি নিরপেক্ষ ও দায়িত্বশীল মানবাধিকার সংগঠন হিসেবে দেশ-বিদেশে সুপরিচিত। আইন-আদালতের কাজ নাগরিক ও মানবিক অধিকারগুলোর সুরক্ষা দেয়া; কিন্তু দুঃখজনকভাবে বলতে হচ্ছে, আজকে আইন-আদালতকে ব্যবহার করে নাগরিকের কণ্ঠরোধ করা হচ্ছে; মিথ্যা বা গায়েবি মামলায় ভিন্নমতাবলম্বীদের বিচারিক হয়রানি ও জেল-জুলুমে অপদস্থ করা হচ্ছে।’

আরও পড়ুন: অধিকারের আদিলুর-এলানের ২ বছরের সাজা

সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে হেফাজত আমির বলেন, ‘আমরা দেশবাসীর পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ক্ষমতার দাপটে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, আলেম ওলামা, মানবাধিকারকর্মী ও ভিন্নমতাবলম্বীদের কণ্ঠরোধ করে গদি রক্ষা করা যাবে না।’

মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ‘সরকারকে বলবো, যদি নিজেদের ভালো চান, অবিলম্বে মিথ্যা ও সাজানো মামলায় কারাগারে বন্দি মাওলানা মামুনুল হক, মুফতি মুনীর হোসাইন কাসেমীসহ সকল আলেম এবং অ্যাডভোকেট আদিলুর রহমান শুভ্র ও নাসিরুদ্দিন এলানকে মুক্তি দিন। হয়রানি বন্ধ করুন।’

আরও পড়ুন: আদিলুরের রায় নিয়ে কড়া ভাষায় বিবৃতি দিলো যুক্তরাষ্ট্র

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর