শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

এবার নৌকায় ভোট চাইলেন জামালপুরের ডিসি, সমালোচনার ঝড়


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১২ সেপ্টেম্বর, ২০২৩ ১:৪৬ : অপরাহ্ণ
গতকাল জামালপুরের মাদারগঞ্জে পৌর ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিসি ইমরান আহমেদ। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করতে নৌকার পক্ষে ভোট চেয়েছেন জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) ইমরান আহমেদ।

গতকাল সোমবার বিকেলে মাদারগঞ্জে নবনির্মিত পৌর ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় ভোট চান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

তার এই বক্তব্যের ভিডিও ও অডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। জেলা প্রশাসক হয়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের পক্ষে প্রকাশ্যে ভোট চাওয়ায় তার বিরুদ্ধে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। গতকাল থেকে ডিসির বক্তব্য এখন পর্যন্ত ‘টক অব দ্য জামালপুর’।

অনুষ্ঠানে জামালপুরের জেলা প্রশাসক ইমরান আহমেদ বলেন, ‘আমাদের একটা জিনিস মনে রাখতে হবে। আমাদের অনেক কষ্টের অর্জিত এই স্বাধীনতা। আমাদের এই স্বাধীনতার সুফল হলো আজকের যোগাযোগ ও উন্নয়ন। এই উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে হবে।’

ডিসি বলেন, ‘যে সরকার এই উন্নয়ন করেছে, এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে সেই সরকারকে পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে; এটা হবে আমাদের অঙ্গীকার।’

তিনি উপস্থিত লোকজনকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা এমন উন্নয়ন নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞ হবেন না। তাহলে উন্নয়ন অব্যাহত থাকবে।’

এর আগে গত ১৫ আগস্ট দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জ থানার ওসি শ্যামল চন্দ্র ধর। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২৫ আগস্ট ওসি শ্যামল চন্দ্র ধরকে জামালপুর পুলিশ লাইনসে ক্লোজড করা হয়।

আরও পড়ুন:

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়ী করতে চান ওসি

অর্থমন্ত্রীর জন্য ভোট চাইলেন ওসি, সমালোচনার ঝড়

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর