সোমবার, ৬ মে, ২০২৪ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

অর্থমন্ত্রীর জন্য ভোট চাইলেন ওসি, সমালোচনার ঝড়


রাজনীতি সংবাদ প্রতিনিধি, কুমিল্লা প্রকাশের সময় :১৬ আগস্ট, ২০২৩ ১২:১৩ : পূর্বাহ্ণ
নাঙ্গলকোট উপজেলার মিলনায়তনে শোক দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওসি ফারুক আহমেদ। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

কুমিল্লায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের জন্য আকুতি-মিনতি করে স্থানীয় লোকজনের কাছে ভোট চেয়েছেন নাঙ্গলকোট থানার ওসি ফারুক আহমেদ।

আজ মঙ্গলবার সকালে নাঙ্গলকোট উপজেলার মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তব্যের সময় তিনি এ ভোট দেওয়ার আহ্বান জানান।

জাতীয় শোক দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেছিলো উপজেলা প্রশাসন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের জন্য ওসির ভোট চাওয়ার বক্তব্যের ২৯ সেকেন্ডের ভিডিও ফুটেজটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওসি ফারুক তার বক্তব্যে বলেন, ‘নাঙ্গলকোটের মানুষ গণহারে উনাকে (আ হ ম মুস্তফা কামাল) আবারও নির্বাচিত করবেন। এটা আমার দিক থেকে আপনাদের কাছে মিনতি। আসলে মাননীয় অর্থমন্ত্রী নাঙ্গলকোটের এতো উন্নয়ন করেছেন। নাঙ্গলকোটের অনেক এলাকায় রাস্তাঘাটও ছিল না, বিদ্যুৎ ছিল না। উনি যখন আসলেন, তখন আপনাদের মন জয় করলেন এবং আপনাদেরকে উন্নয়নের শিখরে পৌঁছে দিলেন।’

ওসির এই বক্তব্য নিয়ে চারদিকে চলছে সমালোচনার ঝড়।

সচেতন মহলের ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য হয়ে ওসি এভাবে রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান বলেন, ‘ওসি কী বলেছেন আমি জানি না। আগে ভিডিওটি দেখতে হবে। তারপর বলতে পারবো।’

উল্লেখ্য, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর