শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ১৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আইন-আদালত

ঢাকা কোর্টে বিএনপিপন্থি আইনজীবীদের পুলিশের লাঠিপেটা


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১২ সেপ্টেম্বর, ২০২৩ ২:৩৪ : অপরাহ্ণ
আজ ঢাকা কোর্টে বিএনপিপন্থি আইনজীবীরা স্মারকলিপি দিতে যাওয়ার সময় পুলিশ তাদের লাঠিপেটা শুরু করে। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

ঢাকা কোর্টে বিএনপিপন্থি আইনজীবীরা পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছেন। এতে অন্তত ৫০ জন আইনজীবী আহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ ঘটনা ঘটে।

তিন দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন ঢাকা কোর্টের বিএনপিপন্থি আইনজীবীরা। আজ তাদের স্মারকলিপি প্রদান কর্মসূচি ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা জেলা বারের সামনে জড়ো হয়ে ইউনাইটেড ল-ইয়ার্স ফ্রন্টের আইনজীবীরা স্মারকলিপি দেওয়ার জন্য যাচ্ছিলেন। এ সময় পুলিশ তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে লাঠিপেটা শুরু করে। এতে আইনজীবীরা ছত্রভঙ্গ হয়ে যান।

লাঠিচার্জে অন্তত ৫০ জন আইনজীবী আহত হয়েছেন বলে ইউনাইটেড ল-ইয়ার্স ফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ সময় বেশ কয়েকজন নারী আইনজীবীকে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন আইনজীবীরা।

সুপ্রিম কোর্টের আইনজীবী শাহীন সুলতানা খুকী, হাশেমী, লাকী, শাহূন খোকী, মার্জিয়া হীরাসহ প্রায় ২৫ জন আইনজীবী লাঠিপেটার শিকার হন । তারা ঢাকা বারের ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

তবে পুলিশ শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করে জানায়, আইনজীবীদের রাস্তায় বের হতে মানা করেছিলাম। কিন্তু তারা তারপরেও বের হওয়ার চেষ্টা করে। তারা আমাদের ওপরে চড়াও হয়।

শাহীন সুলতানা খুকী সাংবাদিকদের বলেন, আমরা নারী আইনজীবীরা পদযাত্রার সামনে ছিলাম। ঢাকা বার থেকে ন্যাশনাল মেডিকেলের সামনের রাস্তায় যাওয়ার আগেই পুরুষ পুলিশ সদস্যরা মারধর ও অতর্কিতভাবে লাঠি চার্জ করে। এ সময় পুরুষ পুলিশ সদস্যরা শ্লীলতাহানি করেছে। নিয়ম অনুযায়ী নারীদের ক্ষেত্রে নারী পুলিশ সদস্য ব্যবস্থা নেবে। কিন্তু তা না করে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা আমাদের শ্লীলতাহানি করেছে।

এ সময় তিনি কাঁদতে কাঁদতে বলেন, পদযাত্রা করা কি অপরাধ? আমরা আইনজীবী, এর বিচার চাই।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট বার ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেন, সাদা পোশাক পরা পুলিশ অতর্কিতভাবে হামলা করে। এ সময় আমাদের ২০/২৫ জন নারী আইনজীবীকে বেধরক পিটিয়ে আহত করেছে। নারী আইনজীবীদের শ্লীলতাহানিও করেছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর